ম্যাচের সেরা রজত পাটীদার ছবি: আইপিএল
আইপিএলের নিলামে কোনও দল কেনেনি তাঁকে। অথচ আইপিএল শেষ হওয়ার আগেই আলোড়ন পড়ে গিয়েছে তাঁকে নিয়ে। প্লে-অফে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে শতরান করেছেন তিনি। তাঁর ব্যাটিং দেখে মুগ্ধ বিরাট কোহলীও। এই রজত পাটীদার ব্যাট করতে নামার আগে ঠিক কী ভাবছিলেন। কোনও অতিরিক্ত চাপ কি ছিল তাঁর উপর। কী বলছেন ম্যাচের সেরা ক্রিকেটার।
ম্যাচ শেষে পাটীদার জানান, তাঁর উপর অতিরিক্ত চাপ ছিল না। কারণ নিজের শক্তির উপর তাঁর ভরসা ছিল। পাটীদার বলেন, ‘‘আমি কোনও চাপ নিইনি। কারণ আমি জানতাম শুরুতে কিছু বল নষ্ট করলেও যদি শেষ পর্যন্ত টিকে থাকতে পারি তা হলে রান পাব। পরের দিকে বড় শট মারতে পারব।’’
বেশি জোরে মারার চেষ্টা করেননি পাটীদার। বরং ব্যাটে-বলে সংযোগের দিকেই নজর দিয়েছিলেন বেশি। শেষ দিকে তাঁর ব্যাট থেকে একের পর এক বল আছড়ে পড়ে গ্যালারিতে। পাটীদার বলেন, ‘‘আমি ব্যাটে-বলে সংযোগের দিকে নজর দিচ্ছিলাম। শেষ দিকে আত্মবিশ্বাস অনেকটা বেড়ে গিয়েছিল। উইকেটে পড়ে বল ভাল ব্যাটে আসছিল। তাই সামনের দিকে খেলার চেষ্টা বেশি করেছি। সেটা কাজে লেগেছে বলে খুশি।’’
এ বারের নিলামে প্রথমে তাঁকে কেউ কেনেনি। পরে বেঙ্গালুরুর লভনীত সিসোদিয়া নামের এক ক্রিকেটার চোটের কারণে ছিটকে গেলে পরিবর্ত হিসাবে পাটীদারকে নেওয়া হয়। পরিবর্ত হলেও প্রথম একাদশে নিয়মিত সুযোগ পেতে থাকেন তিনি। প্লে-অফের আগে একটি অর্ধশতরান আসে তাঁর ব্যাট থেকে। প্রথমে দল না পাওয়ায় তাঁর উপর অতিরিক্ত চাপ ছিল না বলে জানিয়েছেন পাটীদার। তিনি বলেন, ‘‘আইপিএলে সুযোগ না পাওয়ায় ক্লাবের হয়ে খেলছিলাম। নিলামে কেউ কিনবে কি না সেটা আমার হাতে নেই। কিন্তু সুযোগ পাওয়ার পর তা কী ভাবে কাজে লাগাব সেটা আমার হাতে। তাই সে ভাবেই খেলেছি। অতিরিক্ত চাপ নিইনি। তাতেই সাফল্য এসেছে।’’