IPL

IPL 2022: আনন্দবাজার অনলাইনের বিচারে গুজরাত-চেন্নাই ম্যাচের সেরা মহম্মদ শামি

চেন্নাই বড় রান করতে পারেনি। তাদের কম রানে আটকে রাখার পিছনে শামির কৃতিত্বই সব থেকে বেশি। গুজরাতের হয়ে তিনিই বোলিং শুরু করেন। চার ওভার বল করে ১৯ রান দিয়ে ২ উইকেট নেন শামি।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৫ মে ২০২২ ১৯:২৪
Share:

মহম্মদ শামি। ফাইল চিত্র

মহেন্দ্র সিংহ ধোনির চেন্নাই সুপার কিংসকে ৭ উইকেটে হারিয়ে দিল হার্দিক পাণ্ড্যর গুজরাত টাইটানস। বাংলার দুই ক্রিকেটার এই ম্যাচের নায়ক। বল হাতে জ্বলে উঠলেন মহম্মদ শামি, ব্যাট হাতে দাপট দেখালেন ঋদ্ধিমান সাহা। শামিকেই এই ম্যাচের সেরা বেছে নিল আনন্দবাজার অনলাইন।

ধোনি টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন। কিন্তু চেন্নাই বড় রান করতে পারেনি। তাদের কম রানে আটকে রাখার পিছনে শামির কৃতিত্বই সব থেকে বেশি। গুজরাতের হয়ে তিনিই বোলিং শুরু করেন। চার ওভার বল করে ১৯ রান দিয়ে ২ উইকেট নেন শামি।

Advertisement

নিজের দ্বিতীয় ওভারে শামি তুলে নেন ডেভন কনওয়েকে। রাউন্ড দ্য উইকেট বল করেন তিনি। ভিতরে ঢুকে আসা বলে খোঁচা দিয়ে ঋদ্ধির হাতে ক্যাচ তুলে ফেরেন কনওয়ে। টেস্ট ক্রিকেটে এই ধরনের বল দেখা যায়। সেটিই ছিল চেন্নাইয়ের প্রথম উইকেট পতন।

প্রথম ওভারে চার রান দেন শামি। তাঁর দ্বিতীয় ওভারে তিন রান হয়। শামিকে আবার বল দেওয়া হয় ১৪তম ওভারে। সেই ওভারে ছয় রান দেন তিনি। ফের ইনিংসের শেষ ওভারে তাঁকে বল দেন হার্দিক। সেই ওভারের তৃতীয় বলে শামি তুলে নেন ধোনির উইকেট। মিডউইকেটের উপর দিয়ে পুল করতে যান ধোনি। কিন্তু বলের গতি সামান্য কম ছিল। তাতেই পরাস্ত হন তিনি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement