Mitchell Marsh

IPL 2022: অজি ক্রিকেটারের চোট, রোহিতদের হারিয়েও চিন্তায় পড়ে গেল পন্থের দিল্লি

এ বারের আইপিএলের প্রথম ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সকে হারিয়েছে দিল্লি ক্যাপিটালস। তবে তাদের জন্য হয়তো বড় ধাক্কা অপেক্ষা করে রয়েছে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ২৮ মার্চ ২০২২ ১৮:১৯
Share:

কেন চিন্তায় পন্থের দিল্লি ফাইল ছবি

এ বারের আইপিএলে প্রথম ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সকে হারিয়েছে দিল্লি ক্যাপিটালস। তবে তাদের জন্য হয়তো বড় ধাক্কা অপেক্ষা করে রয়েছে। কোমরে চোট পেয়েছেন দলের অলরাউন্ডার মিচেল মার্শ। পাকিস্তান সিরিজ থেকে ইতিমধ্যেই ছিটকে গিয়েছেন তিনি। শুধু তাই নয়, আইপিএলেও তাঁর খেলা নিয়ে তৈরি হয়েছে জল্পনা।

Advertisement

নিলামে মার্শকে সা়ড়ে ৬ কোটি টাকায় কিনেছে দিল্লি। পাকিস্তানের বিরুদ্ধে সাদা বলের সিরিজের পরেই দিল্লি দলে যোগ দেওয়ার কথা ছিল তাঁর। কিন্তু চোট পাওয়ায় পুরো ব্যাপারটাই বদলে গিয়েছে। তিনি পুরো আইপিএল থেকেই ছিটকে যাবেন, নাকি পরের দিকে পাওয়া যাবে তা নির্ভর করছে চোটের মাত্রার উপর।

সোমবার লাহৌরে সাংবাদিক বৈঠকে অস্ট্রেলিয়ার সীমিত ওভারের অধিনায়ক অ্যারন ফিঞ্চ বলেছেন, “মনে হচ্ছে অনুশীলনে মার্শের হিপ ফ্লেক্সর পেশিতে চোট লেগেছে। চোট কতটা গুরুতর তা জানার জন্য অপেক্ষা করতে হবে। মনে হয় না এই সিরিজে ওকে পাওয়া যাবে। রবিবার প্রচণ্ড ব্যথা ছিল।” ফিঞ্চ জানিয়েছেন, উচ্চমাত্রার ফিল্ডিং অনুশীলন করতে গিয়েই চোট পেয়েছেন মার্শ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement