KKR

Avesh Khan: ম্যাচ রেফারি, আম্পায়ারদের বিচারে কলকাতা-লখনউ ম্যাচের সেরা আবেশ খান

কলকাতার তিন বিপজ্জনক ব্যাটারকে পর পর সাজঘরে পাঠিয়ে দলের জয় নিশ্চিত করলেন আবেশ। তাঁর বোলিংয়ের কোনও জবাব দিতে পারেননি কলকাতার ব্যাটাররা।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৭ মে ২০২২ ২৩:১৯
Share:

আবেশ খান। ছবি: আইপিএল

ম্যাচ রেফারি, আম্পায়ারদের বিচারে কলকাতা নাইট রাইডার্স-লখনউ সুপার জায়ান্টস ম্যাচের সেরা ক্রিকেটার হলেন আবেশ খান। দুরন্ত বোলিং করে নাইটদের প্রতিরোধ ভেঙে দিলেন মধ্যপ্রদেশের তরুণ জোরে বোলার।

নীতীশ রানা, আন্দ্রে রাসেল এবং অনুকূল রায়। কলকাতার তিন বিপজ্জনক ব্যাটারকে পর পর সাজঘরে পাঠিয়ে দলের জয় নিশ্চিত করলেন আবেশ। তাঁর বোলিংয়ের কোনও জবাব দিতে পারেননি নাইটরা। আগের ম্যাচে কলকাতার জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নেওয়া নীতীশকে (২) বোল্ড করলেন আবেশ। এই ম্যাচে বিপজ্জনক হয়ে ওঠা রাসেলকে (১৯ বলে ৪৫) সাজঘরে ফিরিয়ে দলকে স্বস্তি দিলেন। একই ওভারে অনুকূলকেও আইট করে কলকাতার পরাজয় তিনিই কার্যত নিশ্চিত করে দেন। ৩ ওভার বল করে মাত্র ১৯ রান খরচ করে নিলেন ৩টি গুরুত্বপূর্ণ উইকেট। একটি ওভার মেডেনও নিলেন এই তরুণ জোরে বোলার।

Advertisement

কৃপণ এবং আগ্রাসী বল করে লখনউয়ের জয়ে কার্যত নিশ্চিত করেন আবেশই। অনবদ্য পারফরম্যান্সের জন্যই কলকাতা-লখনউ ম্যাচের ম্যাচ রেফারি, আম্পায়ারদের বিচারে সেরা ক্রিকেটার হলেন আবেশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement