রাহুলের বুদ্ধিই সেরা চাল। ফাইল ছবি
লখনউ সুপার জায়ান্টস বনাম কলকাতা নাইট রাইডার্স ম্যাচের সেরা চাল বেছে নিল আনন্দবাজার অনলাইন। অধিনায়ক কেএল রাহুলের বুদ্ধিদীপ্ত বোলিং পরিবর্তন এবং রানের গতি কমিয়ে দেওয়াই ম্যাচের সেরা চাল হিসেবে বিবেচিত হল।
প্রথম দিকে একের পর এক উইকেট হারিয়ে চাপ বাড়িয়ে তুলেছিল কলকাতা। কিন্তু আন্দ্রে রাসেল এসে এক সময় সেই চাপ অনেকটাই কমিয়ে দেন। নবম ওভারে জেসন হোল্ডারের বিরুদ্ধে ২৫ রান নেন তিনি। তিনটি ছয় এবং একটি চার মারেন তাঁকে। বেকায়দায় পড়ে রাহুল তখনই নিয়ে আসেন রবি বিষ্ণোইকে। বিষ্ণোই সেই ওভারে মাত্র ৯ রান দেন।
পরের ওভার দেন দুষ্মন্ত চামিরাকে। চামিরার ওভার থেকে মাত্র পাঁচ রান ওঠে। পরের ওভারে বিষ্ণোই রান খেলেও আবেশ খান এসে তুলে নেন রাসেলকে। ওখানেই জয়ের আশা শেষ হয়ে যায় কলকাতার। এই হারের সঙ্গে সঙ্গে প্লে-অফের আশাও কার্যত শেষ হয়ে গেল কলকাতার।