ছবি: আইপিএল
ব্র্যাভোর বলে ছয় মারতে গিয়ে আউট হলেন বিলিংস। ২১ বলে ২৫ রান করে ফিরলেন তিনি।
স্যান্টনারের বলে আউট রহাণে। ৪৪ রানে ফিরলেন তিনি। জাডেজার হাতে ক্যাচ দেন রহাণে।
৭৬ রান তুলে নিল কলকাতা। ফিরে গেলেন নীতীশ রানা।
গ্রাফিক: শৌভিক দেবনাথ
আট ওভারে কলকাতা তুলল ৫৯ রান। বেঙ্কটেশকে হারালেও রহাণে এবং রানা কলকাতাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।
বল করতে এলেন চেন্নাইয়ের বহু যুদ্ধের নায়ক ডিজে ব্র্যাভো। এসেই কলকাতার ওপেনিং জুটি ভেঙে দিলেন। ফিরিয়ে দিলেন বেঙ্কটেশকে। ১৬ বলে ১৬ রান করে আউট তিনি।
চেন্নাই দলে নেই দীপক চাহার। তুষার দেশপান্ডেকে দিয়ে ওভার শুরু করালেন জাডেজা। ৬ রান দিলেন তিনি। চার মারলেন রহাণে।
রহাণেকে সঙ্গে নিয়ে কলকাতার হয়ে ওপেন করছেন বেঙ্কটেশ।
ধোনি-ধামাকা। ৩৮ বলে ৫০ করলেন ধোনি। সাতটি চার এবং একটি ছয় মারলেন তিনি।
গ্রাফিক: শৌভিক দেবনাথ
দুরন্ত স্টাম্প করেছেন শেল্ডন। ম্যাচ দেখতে বসে সচিনের মনে পড়ে গেল ধোনির কথা। এই মুহূর্তে ব্যাট করছেন ধোনি।
শিবম দুবেকে ফেরালেন রাসেল। ক্যাচ নিলেন নারাইন। ৩ রান করেছেন শিবম।
চেন্নাই ৫৭ রানে ৪ উইকেট হারিয়ে ধুঁকছে।
গ্রাফিক: শৌভিক দেবনাথ
এ কী করলেন রায়ডূ! সেট হয়ে গিয়েও আউট হলেন তিনি। রান আউট হয়ে ফিরলেন রায়ডূ। ক্রিজে রয়েছে অধিনায়ক জাডেজা।
উইকেট পেলেন বরুণ। উথাপ্পাকে ফিরিয়ে দিলেন তিনি। ওয়াইড বলে স্টাম্প করলেন উইকেটরক্ষক শেল্ডন। ক্রিজের অনেক বাইরে বার হয়ে গিয়েছিলেন উথাপ্পা।
দুই উইকেট তুলে নিয়েছে কলকাতা। চেন্নাই তুলেছে মাত্র ৩৫ রান। কেকেআর বোলারদের দাপট ওয়াংখেড়েতে।
৫.৫ ওভারে বল করছিলেন বরুণ চক্রবর্তী। ব্যাট করছিলেন রায়ডু। বরুণের বল উইকেট নাড়িয়ে দিয়ে গেল। কিন্তু উইকেট পড়ল না। বল চারে চলে গেল।
কনওয়েকে ফেরালেন উমেশ। শ্রেয়স আয়ারের হাতে ক্যাচ দিলেন তিনি। ৩ রান করলেন কনওয়ে।