নক আউট ম্যাচ হবে কলকাতায়। সেই ম্যাচ খেলতে হলে প্রথম চারের মধ্যে থাকতে হবে দলগুলিকে। কিন্তু কলকাতা প্রথম চারের মধ্যে থাকতে পারবে কি না সেই নিয়েই তৈরি হয়েছে প্রশ্ন। ইডেনে আইপিএলের ম্যাচ দেখা গেলেও, কলকাতার ম্যাচ দেখা যাবে কি না তা নিশ্চিত করতে হবে শ্রেয়সদের।
ইডেনে দেখা যাবে শ্রেয়সদের? ছবি: আইপিএল
পয়েন্ট তালিকায় নীচে নামছে কলকাতা। নিজেদের ম্যাচে শ্রেয়স আয়াররা যেমন হারছে, তেমনই তাঁদের নীচে থাকা দলগুলি একের পর এক ম্যাচ জিতে উপরে উঠে আসছে। তাতেই বিপদ বাড়ছে কলকাতার।
এ বারের আইপিএলে এখনও পর্যন্ত আটটি ম্যাচ খেলেছে কলকাতা। তার মধ্যে জিতেছে মাত্র তিনটি ম্যাচ। টানা চারটি ম্যাচে হেরে বিপর্যস্ত শ্রেয়সরা। ঠিক তাঁদের উপরে থাকা দিল্লি ক্যাপিটালসের সঙ্গে কলকাতার পয়েন্ট সংখ্যা সমান হলেও ঋষভ পন্থরা একটি ম্যাচ কম খেলেছেন। লিগের শেষ দু’টি দল এখনও চেন্নাই সুপার কিংস এবং মুম্বই ইন্ডিয়ান্স। রোহিতরা এখনও পর্যন্ত কোনও পয়েন্ট পাননি। চার পয়েন্ট নিয়ে নবম স্থানে চেন্নাই। ঠিক তাদের উপর অষ্টম স্থানে রয়েছে কলকাতা।
নক আউট ম্যাচ হবে কলকাতায়। সেই ম্যাচ খেলতে হলে প্রথম চারের মধ্যে থাকতে হবে দলগুলিকে। কিন্তু কলকাতা প্রথম চারের মধ্যে থাকতে পারবে কি না সেই নিয়েই তৈরি হয়েছে প্রশ্ন। ইডেনে আইপিএলের ম্যাচ দেখা গেলেও, কলকাতার ম্যাচ দেখা যাবে কি না তা নিশ্চিত করতে হবে শ্রেয়সদের।
পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছে গুজরাত টাইটান্স। গ্রাফিক: শৌভিক দেবনাথ
পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছে গুজরাত টাইটান্স। সাত ম্যাচে তাদের সংগ্রহ ১২ পয়েন্ট। এক সময় সবার শেষে থাকা সানরাইজার্স হায়দরাবাদ উঠে এসেছে দ্বিতীয় স্থানে। সাত ম্যাচ খেলে তারা জিতেছে পাঁচটি ম্যাচ। তাদের সংগ্রহ ১০ পয়েন্ট। একই সংখ্যক ম্যাচ খেলে রাজস্থান রয়্যালসের ঝুলিতেও ১০ পয়েন্ট। হায়দরাবাদের নেট রানরেট ০.৬৯১ এবং রাজস্থানের ০.৪৩২। আট ম্যাচ খেলে লখনউয়ের সংগ্রহ ১০ পয়েন্ট। নেট রানরেটেও পিছিয়ে তারা। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর একটা সময় উপরের দিকে থাকলেও শেষ ম্যাচটি হেরে নেমে এসেছে পাঁচ নম্বরে।
সোমবার চেন্নাইকে হারিয়ে ষষ্ঠ স্থানে উঠে এসেছে পঞ্জাব। আট ম্যাচে তাদের সংগ্রহ ৮ পয়েন্ট। মঙ্গলবার বেঙ্গালুরু এবং রাজস্থান খেলবে একে অপরের বিরুদ্ধে। এই দুই দলের সংগ্রহ ১০ পয়েন্ট। জিতলেই দ্বিতীয় স্থানে উঠে আসার সুযোগ থাকবে দুই দলের কাছে। কলকাতার পরবর্তী ম্যাচ ২৮ এপ্রিল। শ্রেয়সরা সে দিন মুখোমুখি হবেন দিল্লির।