Juhi Chawla

Juhi Chawla: কেকেআরের দায়িত্বে কি আর নেই? কী বলছেন নিলামে গরহাজির মালকিন জুহি চাওলা

আইপিএল নিলামে বসছেন শাহরুখ, জুহির সন্তানরা। তাঁরা কি আগ্রহ হারাচ্ছেন? জাহ্ণবী, আরিয়ানের পর এবার নিলাম টেবলে দেখা গিয়েছে সুহানাকেও।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২১ মার্চ ২০২২ ১৫:৩৬
Share:

জুহি চাওলা। —ফাইল ছবি

আইপিএলের নিলামে কলকাতা নাইট রাইডার্সের টেবলে দেখা গিয়েছে শাহরুখ খানের পুত্র আরিয়ান খান, কন্যা সুহানা খান এবং জুহি চাওলার কন্যা জাহ্ণবী মেহতাকে। আরিয়ান এবং জাহ্ণবীকে এর আগেও আইপিএল নিলামে দেখা গিয়েছে। প্রশ্ন উঠছে, তবে কি বলিউড অভিনেতাদের সন্তানরাই এখন আইপিএল ফ্র্যাঞ্চাইজির দায়িত্বে?

এবারের নিলামে শাহরুখ বা জুহিকে দেখা যায়নি এক দিনও। অথচ কেকেআর-এর কর্ণধার তাঁরাই। শাহরুখ, জুহির অনুপস্থিতিই এই প্রশ্নকে আরও বড় করছে। এ নিয়ে মুখ খোলেননি শাহরুখ। উত্তর অবশ্য পাওয়া গিয়েছে। দিয়েছেন জুহি। অভিনেত্রী বলেছেন, ‘‘জাহ্নবী, আরিয়ান, সুহানারা শুধু কেকেআর-এর ভবিষ্যতই নয়। ভীষণ ভাবে বর্তমানও।’’

Advertisement

অতীতে আইপিএল নিলামে শাহরুখ, জুহিদের দেখা গিয়েছে। এখন আসছেন তাঁদের সন্তানরা। তাঁরা কি আগ্রহ হারাচ্ছেন? না ভবিষ্যত প্রজন্মের হাতে এখন থেকেই দায়িত্ব তুলে দিতে চাইছেন? সুহানাকে এ বারই প্রথম নিলামের আসরে দেখা গিয়েছে। জুহি বলেছেন, ‘‘শুধুই ভবিষ্যৎ নয়, ওরা দলের বর্তমান। আমাদের বেশ মজা লাগছে দেখে। একটা সময় ওরা বাড়িতে থাকত আর আমরা টিভির পর্দায়। হঠাৎ করেই বিষয়টা বিপরীত হয়ে গিয়েছে। এখন আমি বাড়িতে বসে টিভিতে নিজের মেয়েকে দেখছি। এটা দারুণ ব্যাপার। ওদের সকলকে শুভেচ্ছা।’’

আইপিএল নিলামে জাহ্ণবী, আরিয়ান, সুহানার পাশাপাশি বসা একটি ছবিও নেট মাধ্যমে পোস্ট করেছেন কেকেআরের গর্বিত মালকিন। জুহি লিখেছেন, ‘আমাদের কেকেআরের খেলোয়াড়দের স্বাগত। শ্রেয়স আয়ার, প্যাট কামিন্স, নীতীশ রানা... এবং আমাদের তরুণ কর্ণধারদের। আরিয়ান, সুহানা, জাহ্ণবী..!!!’

Advertisement

গত মাসেই ক্রিকেট নিয়ে জাহ্ণবীর আগ্রহের কথা জানিয়ে নেট মাধ্যমে একটি পোস্ট করেছিলেন জুহি। তাতে লেখেন, ‘জাহ্ণবী যখন খুব ছোট ছিল, তখন থেকেই শুধু আইপিএল দেখত না। সবরকম ক্রিকেটই দেখত। বোঝার চেষ্টা করত। ধারাভাষ্য শুনত। খেলাটার খুঁটিনাটি বোঝার চেষ্টা করত।’’ বিদেশে ছুটি কাটাতে গিয়েও এক বার জাহ্ণবী ক্রিকেটের বইয়ের মধ্যে প্রায় ডুবে ছিল বলেও জানান জুহি।

জুহি আরও বলেছেন, ‘‘তিন বছর আগে সব থেকে কম বয়সী হিসেবে আইপিএলের নিলাম টেবলে বসার অনুমতি পায় জাহ্নবী। তখন ওর বয়স ছিল ১৭। এটাও এক রকম রেকর্ড। সে বার আরিয়ানও ছিল সঙ্গে। এবার যোগ দিয়েছে সুহানাও। দারুণ লাগছে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement