IPL 2022

KL Rahul: দৈনিক রুটিনে পরিণত হয়েছিল, মানসিক চাপ পড়ত, কী নিয়ে এমন বললেন রাহুল

শেষ বার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে এক দিনের সিরিজে খেলেন রাহুল। তার পরে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে টি২০ সিরিজ থেকে ছিটকে যান তিনি। শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজে ছিলেন না রাহুল। তবে চোট কাটিয়ে উঠে এখন পুরোদমে অনুশীলন শুরু করেছেন তিনি। ২৮ মার্চ নিজেদের প্রথম ম্যাচে গুজরাত টাইটানসের বিরুদ্ধে খেলতে নামবে লখনউ।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২১ মার্চ ২০২২ ১২:৩৮
Share:

কী নিয়ে মানসিক চাপের কথা বললেন রাহুল ফাইল চিত্র।

কয়েক দিন পরেই লখনউয়ের হয়ে আইপিএলে খেলতে নামবেন তিনি। শ্রীলঙ্কার বিরুদ্ধে টি২০ ও টেস্ট সিরিজে খেলেননি। অর্থাৎ বেশ কিছু দিন পরে ফের ২২ গজে দেখা যাবে তাঁকে। তার আগে জৈবদুর্গ নিয়ে মুখ খুললেন ভারতীয় দলের ব্যাটার তথা লখনউ সুপার জায়ান্টসের অধিনায়ক লোকেশ রাহুল। তাঁর মতে, দীর্ঘ দিন জৈবদুর্গে থাকতে থাকতে মানসিক চাপ পড়ছিল। তার প্রভাব পড়ছিল খেলায়।

Advertisement

আইপিএলের জন্য প্রস্তুতি নেওয়ার মাঝে রাহুল বলেন, ‘‘প্রথম প্রথম সব ঠিক ছিল। খুব একটা সমস্যা হয়নি। কারণ নিজেকে বলতাম, এই মুহূর্তে এর থেকে ভাল উপায় কিছু হতে পারে না। ক্রিকেট খেলা ছাড়া অন্য কিছু পারি না। তাই ক্রিকেট নিয়েই ভাবছিলাম। পরিশ্রম করছিলাম। কিন্তু এত দিন পরিবারের থেকে দূরে থাকা মোটেই সহজ নয়। তাই ধীরে ধীরে পরিস্থিতি খারাপ হচ্ছিল।’’

বেশ কয়েকটি সিরিজ খেলার পরে আর জৈবদুর্গে থাকার চাপ সামলাতে পারেননি বলে জানিয়েছেন রাহুল। তিনি বলেন, ‘‘ওয়েস্ট ইন্ডিজ সিরিজ থেকে মানসিক চাপ পড়তে শুরু করে। নিজেকে উজ্জীবিত করতে পারতাম না। স্বাভাবিক মনে হত না নিজেকে। ঘুম থেকে উঠে অনুশীলন, ফের হোটেলে ফিরে আসা, এর মধ্যেই জীবন ঘুরছিল। দৈনিক রুটিনে পরিণত হয়েছিল। তার প্রভাব পড়ছিল খেলায়।’’

Advertisement

শেষ বার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে এক দিনের সিরিজে খেলেন রাহুল। তার পরে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে টি২০ সিরিজ থেকে ছিটকে যান তিনি। শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজে ছিলেন না রাহুল। তবে চোট কাটিয়ে উঠে এখন পুরোদমে অনুশীলন শুরু করেছেন তিনি। ২৮ মার্চ নিজেদের প্রথম ম্যাচে গুজরাত টাইটানসের বিরুদ্ধে খেলতে নামবে লখনউ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement