Jos Buttler

IPL 2022: তিনি কি জীবনের সেরা ছন্দে? তিনটি শতরান করে কী বললেন জস বাটলার

এ বারের আইপিএলে তৃতীয় শতরান করে ফেলেছেন জস বাটলার। শুক্রবার দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে মরসুমের তৃতীয় শতরান করেন তিনি।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৩ এপ্রিল ২০২২ ২০:৩২
Share:

আনন্দে ভাসছেন বাটলার ছবি পিটিআই

এ বারের আইপিএলে তৃতীয় শতরান করে ফেলেছেন জস বাটলার। শুক্রবার দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে মরসুমের তৃতীয় শতরান করেন তিনি। টানা দ্বিতীয় শতরান করলেন। তার পরেই স্পষ্ট মেনে নিলেন, জীবনের সেরা ছন্দে রয়েছেন তিনি।

শুক্রবার ৯টি চার এবং ৯টি ছয়ের সাহায্যে ৬৫ বলে ১১৬ রানের ইনিংস খেলেন বাটলার। ম্যাচের সেরা ক্রিকেটার হিসেবেও নির্বাচিত হন তিনি। বলেছেন, “খুব বিশেষ একটা ইনিংস খেললাম। এই স্টেডিয়ামটাও আমার কাছে বিশেষ। দুর্দান্ত পরিবেশ থাকে। এখানেই মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে প্রথম আইপিএলে খেলি। এখন জীবনের সেরা ছন্দে রয়েছি। এই ছন্দটাই গোটা প্রতিযোগিতায় বজায় রাখতে চাই। প্রথম ওভারে বল ঘুরছিল বলে সমস্যা হচ্ছিল। কিন্তু সেটা মানিয়ে নিতে পারলে আত্মবিশ্বাস এমনিই বেড়ে যায়।”

Advertisement

দিল্লির বিরুদ্ধে কেন দাপট দেখাতে পেরেছে রাজস্থান তার কারণ ব্যাখ্যা করতে গিয়ে বাটলার বলেন, “ভাল কিছু জুটি গড়তে পারার কারণেই আমরা জিতেছি। দেবদত্ত উল্টো দিকে দারুণ খেলেছে। আমরা ঠিক করেছিলাম, দিল্লিকে আক্রমণ করে ওদের পাল্টা চাপে ফেলে দেব। সেটাই করেছি।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement