ম্যাচের সেরা মুহূর্ত কোনটি ফাইল ছবি
কলকাতা নাইট রাইডার্স বনাম গুজরাত টাইটান্স ম্যাচের সেরা মুহূর্ত বেছে নিল আনন্দবাজার অনলাইন। গুজরাত ইনিংসের দ্বিতীয় ওভারে হার্দিক পাণ্ড্যকে রান আউট করার সুবর্ণ সুযোগ মিস করেছিলেন টিম সাউদি। সেটাই ম্যাচের সেরা মুহূর্ত।
কলকাতার হয়ে দ্বিতীয় ওভারে বোলিং করতে আসেন প্যাট কামিন্সের বদলে দলে আসা টিম সাউদি। প্রথম বলেই তিনি তুলে নেন কলকাতার প্রাক্তন ক্রিকেটার শুভমন গিলকে। তবে নেমেই সাউদিকে দু’টি চার মেরেছিলেন হার্দিক। ষষ্ঠ বলে হার্দিকের ব্যাটের কানায় লেগে বল কিছুটা লাফিয়ে এসে পড়েছিল সাউদির সামনে। হার্দিক নিজেও ক্রিজ ছেড়ে অনেকটা এগিয়ে এসেছিলেন। কিন্তু সামনে থেকে হার্দিককে রান আউট করার সুযোগ নষ্ট করেন সাউদি।
ওই সময় হার্দিক ১০ রানে ব্যাটিং করছিলেন। আউট হয়ে গেলে ম্যাচ বদলে যেতে পারত। সেই সময় জীবন পাওয়ার পর হার্দিক যোগ করলেন আরও ৫৭ রান। ব্যক্তিগত ৬৭ রানের মাথায় আউট হন তিনি। ফলে সেটিই ম্যাচের সেরা মুহূর্ত বলে মনে করছে আনন্দবাজার অনলাইন।