Jos Buttler

IPL 2022: ম্যাচ রেফারি, আম্পায়ারদের বিচারে রাজস্থান-বেঙ্গালুরু ম্যাচের সেরা জস বাটলার

এ দিন বাটলারের ইনিংসে রয়েছে ১০টি চার এবং ছ’টি ছয়। বিপক্ষের কোনও বোলারকেই ছেড়ে কথা বলেননি তিনি।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৭ মে ২০২২ ২৩:৩৪
Share:

দুরন্ত শতরান বাটলারের। ছবি আইপিএল

আইপিএলের ম্যাচ রেফারি, আম্পায়ারদের বিচারে রাজস্থান-বেঙ্গালুরু ম্যাচের সেরা ক্রিকেটার হলেন জস বাটলার। বেঙ্গালুরুর বিরুদ্ধে রান তাড়া করে দুরন্ত শতরানের জন্য তাঁকেই ম্যাচের সেরা বেছে নেওয়া ছাড়া আর উপায় ছিল না। বাটলার ৬০ বলে ১০৬ রানে অপরাজিত থাকলেন।

বিরাট কোহলীর রেকর্ডকে ছুঁয়ে ফেললেন বাটলার। এক মরসুমে চারটি শতরান করে ফেললেন। যে ছন্দে রয়েছেন, তাতে ফাইনালে গুজরাতের যে চাপ বাড়ল তাতে সন্দেহ নেই। শুক্রবার রাজস্থানের সামনে ছিল মাত্র ১৫৮ রানের লক্ষ্য। কিন্তু শুরুটাই এমন ভাবে করেছিলেন বাটলারের, তাতে মনে হল দ্রুত সেই রান তুলতে মরিয়া হয়ে উঠেছেন তিনি। মাঝে কয়েকটা ম্যাচে তাঁর খারাপ ছন্দ দেখা গিয়েছিল। কিন্তু প্রথম কোয়ালিফায়ারের পর দ্বিতীয় কোয়ালিফায়ারেও দুর্দান্ত খেললেন তিনি।

Advertisement

এ দিন বাটলারের ইনিংসে রয়েছে ১০টি চার এবং ছ’টি ছয়। বিপক্ষের কোনও বোলারকেই ছেড়ে কথা বলেননি তিনি। মহম্মদ সিরাজ এবং শাহবাজ আহমেদকে তো দু’ওভারের বেশি বলই করানো হল না।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement