প্রসিদ্ধ কৃষ্ণ। ছবি: আইপিএল
আনন্দবাজার অনলাইনের বিচারে রাজস্থান রয়্যালস-রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ম্যাচের সেরা ক্রিকেটার হলেন প্রসিদ্ধ কৃষ্ণ। গুরুত্বপূর্ণ ম্যাচে দুরন্ত বোলিং করলেন প্রাক্তন নাইট।
হারলেই আইপিএল থেকে বিদায় নিশ্চিত। এমন গরুত্বপূর্ণ দ্বিতীয় কোয়ালিফায়ারে বেঙ্গালুরুর বিরুদ্ধে বল হাতে জ্বলে উঠলেন প্রসিদ্ধ। চার ওভার বল করে মাত্র ২২ রান খরচ করে তুলে নিলেন ৩ উইকেট। শুক্রবার তাঁর শিকার তালিকায় রয়েছেন বিরাট কোহলীও। এ ছাড়াও সাজঘরে ফিরিয়েছেন আইপিএলে ব্যাট হাতে দুরন্ত ছন্দে থাকা দীনেশ কার্তিককেও। তাঁর তৃতীয় শিকার শ্রীলঙ্কার অলরাউন্ডার ওয়ানিন্দু হাসরঙ্গ। প্রতিপক্ষের তিন বিপজ্জনক ব্যাটারকে আউট করে রাজস্থানকে প্রতিযোগিতার ফাইনালে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিলেন প্রসিদ্ধ।
কেবল উইকেট তোলাই নয়, যথেষ্ট কৃপণ বোলিংও করলেন তরুণ জোরে বোলার। পাওয়ার প্লে-র সময় নতুন বল হাতে ভরসা দিলেন অধিনায়ক সঞ্জু স্যামসনকে। অনবদ্য বোলিংয়ের সুবাদে আনন্দবাজার অনলাইনের বিচারে রাজস্থান- বেঙ্গালুরু ম্যাচের সেরা হলেন প্রসিদ্ধ।
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ।