Jos Buttler

IPL 2022: আম্পায়ার, ম্যাচ রেফারিদের বিচারে রাজস্থান-মুম্বই ম্যাচের সেরা জস বাটলার

মুম্বইকে ২৩ রানে হারিয়ে দিল রাজস্থান। এখনও অবধি ম্যাচ হারেনি তারা। ২ ম্যাচে চার পয়েন্ট নিয়ে লিগ শীর্ষে রাজস্থান। মুম্বই এখনও কোনও পয়েন্ট পায়নি। শতরান করে কমলা টুপি পেয়েছিলেন বাটলার। কিন্তু একই সংখ্যক রান করে স্ট্রাইক রেট বেশি থাকায় এই মুহূর্তে কমলা টুপির মালিক ঈশান কিশন।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ০২ এপ্রিল ২০২২ ২০:০৮
Share:

ছবি: আইপিএল

৬৮ বলে শতরান করার পর জস বাটলার ছাড়া অন্য কাউকে ম্যাচের সেরা বেছে নেওয়া কঠিন ছিল। আনন্দবাজার অনলাইনের মতো ম্যাচ রেফারি এবং আম্পায়ারদের মতেও ম্যাচের সেরা হলেন ইংরেজ ব্যাটার।

১৯তম ওভার অবধি মাঠে ছিলেন বাটলার। যশপ্রীত বুমরার বলে আউট হওয়ার আগে ৫টি ছয় এবং ১১টি চার মারেন তিনি। কিন্তু শতরানের বলটিতে তৈরি হল নাটকীয় মুহূর্ত। বুমরা এলবিডব্লিউ-র জন্য আবেদন করেন। আম্পায়ার নট আউট দেওয়ায় রিভিউ নেন রোহিত শর্মা। সেখানেও নট আউট ঘোষণা হওয়ার পরেই শতরানের উৎসব পালন করেন বাটলার। তিনি বলেন, ‘‘আমি জানতাম আউট নই, কিন্তু ঠিক নিশ্চিত হতে পারছিলাম না। তাই অপেক্ষা করছিলাম আম্পায়ারের সিদ্ধান্তের জন্য। শেষের দিকে আমি খুব হতাশ হয়ে গিয়েছিলাম, কিন্তু ঠিক আছে। একটু মন্থর হয়ে গিয়েছিলাম। যে ভাবে বল চাইছিলাম, সেটা পাচ্ছিলাম না। আমরা আরও কিছুটা রান তুলতে পারতাম।’’

Advertisement

মুম্বইকে ২৩ রানে হারিয়ে দিল রাজস্থান। এখনও অবধি ম্যাচ হারেনি তারা। ২ ম্যাচে চার পয়েন্ট নিয়ে লিগ শীর্ষে রাজস্থান। মুম্বই এখনও কোনও পয়েন্ট পায়নি। শতরান করে কমলা টুপি পেয়েছিলেন বাটলার। কিন্তু একই সংখ্যক রান করে স্ট্রাইক রেট বেশি থাকায় এই মুহূর্তে কমলা টুপির মালিক ঈশান কিশন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement