৫ ম্যাচে ব্যাট হাতে হার্দিকের সংগ্রহ ২২৮ রান। দু'টি অর্ধশতরান এসেছে তাঁর ব্যাট থেকে। এখনও পর্যন্ত উইকেট নিয়েছেন চারটি। টী-টোয়েন্টি বিশ্বকাপের আগে ভারতের অলরাউন্ডারের চিন্তা দূর করে দিতে পারেন তিনি।
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ভারতের অলরাউন্ডারের চিন্তা দূর করে দিতে পারেন হার্দিক। ছবি: আইপিএল
ব্যাট হাতে ৮৭ রানে অপরাজিত। বল হাতে ২.৩ বল করে ১৮ রান দিয়ে একটি উইকেট। ফিল্ডার হিসেবে একটি রান আউট এবং একটি ক্যাচ তাও আবার নিজের বলেই। বৃহস্পতিবারের ম্যাচটা নিজের নামেই করে নিলেন হার্দিক পাণ্ড্য।
এই হার্দিককেই তো দেখতে চান ভারতীয় ক্রিকেটপ্রেমীরা। ব্যাটে, বলে, ফিল্ডিংয়ে অনেক দিন পর একসঙ্গে দাপট দেখালেন হার্দিক। সত্যিই অলরাউন্ডার হার্দিককে দেখা গেল রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে। তাঁর দাপটেই হার মানতে বাধ্য হল রাজস্থান। দলকে নিজের কাঁধে বসিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছেন হার্দিক। ৫ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে লিগ টেবিলেও শীর্ষে উঠে এল গুজরাত। চারটি ম্যাচ জিতে নিয়েছে তারা।
৫ ম্যাচে ব্যাট হাতে হার্দিকের সংগ্রহ ২২৮ রান। দু'টি অর্ধশতরান এসেছে তাঁর ব্যাট থেকে। এখনও পর্যন্ত উইকেট নিয়েছেন চারটি। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ভারতের অলরাউন্ডারের চিন্তা দূর করে দিতে পারেন তিনি।
৩৭ রানে ম্যাচ জিতল গুজরাত। প্রথমে ব্যাট করে ১৯২ রান তোলে তারা। সেই রান তাড়া করতে নেমে রাজস্থান শেষ ১৫৫ রানে।