Hardik Pandya

IPL 2022: চোটের জন্য পুরো ওভার বলই করতে পারেননি, ম্যাচ শেষে কী বললেন হার্দিক

বৃহস্পতিবার রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ৮৭ রানে অপরাজিত থাকেন হার্দিক। একটি উইকেটও নেন তিনি। একটি রান আউটও করেন হার্দিক। পয়েন্ট তালিকায় শীর্ষে উঠে এসেছে গুজরাত। প্রথম বার আইপিএলে নেতৃত্ব দিতে নেমে এখনও পর্যন্ত সফল হার্দিক।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৫ এপ্রিল ২০২২ ১৭:১৪
Share:

চোটের কারণে ২.৩ ওভার করেই মাঠ ছাড়েন হার্দিক পাণ্ড্য। ছবি: আইপিএল

পুরো ওভার শেষ করতে পারেননি। চোটের কারণে ২.৩ ওভার করেই মাঠ ছাড়েন হার্দিক পাণ্ড্য। ব্যাটে, বলে, ফিল্ডিংয়ে ম্যাচে দুর্ধর্ষ খেলার পর তাঁর চোট দেখে চিন্তা ছিল গুজরাত ক্যাপিটালস দলের। কিন্তু ম্যাচ শেষে নিজেই চিন্তা মুক্ত করলেন হার্দিক।
ম্যাচ সেরার পুরস্কার নিয়ে হার্দিক বললেন, “অনেক কাজ করেছি। পায়ে একটু টান লেগেছিল, খুব একটা বড় কিছু নয়।” চোটের কারণে বেশ কিছু বছর বল করতে পারেননি হার্দিক। তাই তাঁর পায়ে ফের চোট লাগায় আশঙ্কা তৈরি হয়েছিল ক্রিকেটপ্রেমীদের মধ্যে। চোট বড় না হওয়ায় পরের ম্যাচে খেলতে হার্দিকের কোনও বাধা নেই বলেই মনে করা হচ্ছে।

Advertisement

বৃহস্পতিবার রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ৮৭ রানে অপরাজিত থাকেন হার্দিক। একটি উইকেটও নেন তিনি। একটি রান আউটও করেন হার্দিক। পয়েন্ট তালিকায় শীর্ষে উঠে এসেছে গুজরাত। প্রথম বার আইপিএলে নেতৃত্ব দিতে নেমে এখনও পর্যন্ত সফল হার্দিক।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement