IPL 2022

IPL 2022: আইপিএলের প্লে-অফে উঠতে পারবে কলকাতা? পরিষ্কার হতে পারে এই সপ্তাহেই

প্রথম চারে ওঠা শুধু শ্রেয়স আয়ারদের হাতে আর নেই। তার জন্য তাকিয়ে থাকতে হবে অন্য দলের ফলের দিকেও। এই মুহূর্তে লিগ তালিকার যা পরিস্থিতি তাতে এই সপ্তাহেই পরিষ্কার হয়ে যেতে পারে যে কলকাতা নাইট রাইডার্স এ বারের আইপিএলে প্লে-অফে যেতে পারবে কি না।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ১১ মে ২০২২ ১৭:৫৯
Share:

এই সপ্তাহেই প্লে-অফে ওঠার স্বপ্ন শেষ হতে পারে কলকাতার ফাইল চিত্র

আইপিএলের প্লে-অফে ওঠার অঙ্ক খুব কঠিন কলকাতার। প্রথম চারে ওঠা শুধু শ্রেয়স আয়ারদের হাতে আর নেই। তার জন্য তাকিয়ে থাকতে হবে অন্য দলের ফলের দিকেও। এই মুহূর্তে লিগ তালিকার যা পরিস্থিতি তাতে এই সপ্তাহেই পরিষ্কার হয়ে যেতে পারে যে কলকাতা নাইট রাইডার্স এ বারের আইপিএলে প্লে-অফে যেতে পারবে কি না।

কলকাতার হাতে আর মাত্র দু’টি ম্যাচ রয়েছে। আগামী শনিবার (১৪ মে) সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে খেলতে নামবে তারা। তার পরের বুধবার (১৮ মে) কেকেআর লিগের শেষ ম্যাচ খেলবে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে। এখন ১২ ম্যাচে ১০ পয়েন্ট কলকাতার। অর্থাৎ পরের দু’টি ম্যাচ জিতলেও সর্বোচ্চ ১৪ পয়েন্ট হবে তাদের।

Advertisement

লিগ তালিকার দিকে তাকালে দেখা যাবে গুজরাত টাইটান্স প্রথম দল হিসাবে প্লে-অফে উঠে গিয়েছে। দ্বিতীয় স্থানে থাকা লখনউ সুপার জায়ান্টসের পয়েন্ট ১৬। তারাও আর একটা ম্যাচ জিতলেই প্রথম চারে পৌঁছে যাবে। তিন ও চার নম্বরে রয়েছে যথাক্রম রাজস্থান রয়্যালস ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। দু’দলেরই পয়েন্ট ১৪। অর্থাৎ এই দু’দল আর একটি করে ম্যাচ জিতলেই কলকাতার প্লে-অফে ওঠার আশা শেষ হয়ে যাবে।

বুধবার দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে খেলতে নামছে রাজস্থান। অন্য দিকে শুক্রবার পঞ্জাব কিংসের বিরুদ্ধে খেলবে বেঙ্গালুরু। দিল্লির অবস্থা খুব একটা ভাল নয়। অন্য দিকে পঞ্জাবের তুলনায় বেঙ্গালুরু শক্তিশালী দল। রাজস্থান ও বেঙ্গালুরু যদি নিজেদের ম্যাচ জেতে তা হলেই ১৬ পয়েন্টে পৌঁছে যাবে তারা। সে ক্ষেত্রে কলকাতার আর প্লে-অফে ওঠার কোনও আশা থাকবে না। তবে তারা যদি নিজেদের ম্যাচে হারে তা হলে আরও কিছু দিন আশা বেঁচে থাকবে শ্রেয়সদের।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement