IPL 2022

Rashid Khan: ম্যাচ রেফারি, আম্পায়ারদের বিচারে কলকাতা-গুজরাত ম্যাচের সেরা রশিদ খান

দু’টি গুরুত্বপূর্ণ উইকেট তোলার পাশাপাশি কৃপণ বোলিং করে নাইট শিবিরের চাপ বাড়ালেন রশিদ। তাঁর বোলিংয়ের সামনে স্বচ্ছন্দ ছিলেন না রাসেলও।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ২৩ এপ্রিল ২০২২ ১৯:৫৩
Share:

রশিদ খান। ছবি: আইপিএল

ম্যাচ রেফারি, আম্পায়ারদের বিচারে কলকাতা নাইট রাইডার্স-গুজরাত টাইটান্স ম্যাচের সেরা হলেন রশিদ খান। দুর্দান্ত বোলিংয়ের জন্যই আফগান স্পিনারকে ম্যাচের সেরা বেছে নিলেন তাঁরা।

কলকাতার বিরুদ্ধে রশিদ খান ৪ ওভার বল করে মাত্র ২২ রান দিয়ে ২ উইকেট নিলেন রশিদ। বেঙ্কটেশ আয়ার (১৭) এবং শিবম মাভিকে (২) আউট করলেন তিনি। এই দুই ব্যাটার সাজঘরে ফেরার পর গুজরাতের জয় একরকম নিশ্চিত হয়ে যায়। একা আন্দ্রে রাসেলের পক্ষে ওভার প্রতি ১৫-১৬ রানের লক্ষ্য তাড়া করে কেকেআরকে জেতানো কঠিন হয়ে যায়। উইকেটের অন্য প্রান্তে দ্রুত রান তোলার মতো কেউ আর অবশিষ্ট ছিল না কেকেআর শিবিরে। তাঁর বোলিংয়ের সামনে স্বচ্ছন্দ ছিলেন না রাসেলও।

Advertisement

দু’টি গুরুত্বপূর্ণ উইকেট তোলার পাশাপাশি কৃপণ বোলিং করেও নাইট শিবিরের উপর চাপ বাড়ালেন আফগান লেগ স্পিনার। সে কারণেই রশিদ খানকে ম্যাচের সেরা বেছে নিলেন ম্যাচ রেফারি এবং আম্পায়াররা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement