জেতার পরে কেকেআর দল। ছবি: আইপিএল
কী ভাবে প্রথম ম্যাচে গত বারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসকে হারাল কলকাতা নাইট রাইডার্স? পাঁচ কারণ খুঁজে বার করল আনন্দবাজার অনলাইন।
এক, প্রথম পাওয়ার প্লে-তে কলকাতা নাইট রাইডার্স ৬ ওভারে মাত্র ৩৫ রান দেয়। তুলে নেয় রুতুরাজ গায়কোয়াড় ও ডেভন কনওয়ের উইকেট।
দুই, বিপজ্জনক দেখাচ্ছিল চেন্নাইয়ের দুই ব্যাটার রবীন উথাপ্পা এবং অম্বাতি রায়ডুকে। পর পর দুই ওভারে দু’জনকে তুলে নেয় কলকাতা। এর মধ্যে রায়ডুর রান আউট আত্মহত্যার সমান।
তিন, পাওয়ার প্লে-র পরেও চেন্নাই রান তোলার গতি বাড়াতে পারেনি। পরের চার ওভারে আরও ২টি উইকেটে পড়ে তাদের। রান হয় মাত্র ২২। পরের পাঁচ ওভারে আরও ভাল বল করে কলকাতা। মাত্র ১৬ রান তোলে চেন্নাই। তখনও ধোনি এবং জাডেজা তেমন সুবিধে করতে পারেননি।
চার, অধিনায়ক শ্রেয়স আয়ার নিজে না নেমে তিন নম্বরে নীতীশ রানাকে নামিয়ে দেন। সেই সময় দু’জন বাঁহাতি স্পিনার জাডেজা ও মিচেল স্যান্টনার বল করছিলেন। সেই কারণেই বাঁহাতি রানাকে আগে নামানো হয়। রানা বড় ইনিংস খেলতে না পারলেও ১৭ বলে ২১ রানের উপযোগী ইনিংস খেলেন।
পাঁচ, শুরুতে পুরো ২০ ওভার জুড়েই তুখোড় ফিল্ডিং করে কেকেআর। এক বার মাত্র বেঙ্কটেশ আয়ারকে বল গলাতে দেখা যায়। এ ছাড়া প্রত্যেকেই দুর্দান্ত ফিল্ডিং করেন।