রোহিত শর্মা। ফাইল চিত্র
৩১ বল বাকি থাকতে মুম্বই ইন্ডিয়ান্স ৫ উইকেটে হারিয়ে দিল চেন্নাই সুপার কিংসকে। কী ভাবে বড় জয় পেল মুম্বই, বিশ্লেষণে আনন্দবাজার অনলাইন।
এক, পাওয়ার প্লে-র মধ্যেই চেন্নাইয়ের অর্ধেক ইনিংস শেষ করে দেয় মুম্বই। তখন চেন্নাইয়ের রান মাত্র ২৯।
দুই, ড্যানিয়েল সামসের দুর্দান্ত বোলিং। এই বাঁহাতি জোরে বোলার চার ওভারে ১৬ রান দিয়ে তুলে নেন রুতুরাজ গায়কোয়াড়, ডেভন কনওয়ে এবং মইন আলির উইকেট।
তিন, উল্টো দিকে যশপ্রীত বুমরাও ভাল বল করেন। তিনি তিন ওভারে ১২ রান দিয়ে নেন রবিন উথাপ্পার উইকেট।
চার, পুরো ২০ ওভার ব্যাটই করতে পারেনি চেন্নাই। ১৬ ওভারে মাত্র ৯৭ রানে চেন্নাইকে শেষ করে দেয় মুম্বই।
পাঁচ, রান তাড়া করতে নেমে ৩৩ রানে চার উইকেট হারালেও তিলক বর্মা চেন্নাইয়ের বোলারদের দেখে-শুনে খেলে দেন। ৩২ বলে ৩৪ রান করে অপরাজিত থাকেন।