Adam Milne

IPL 2022: চোটের জন্য ছিটকে গেলেন জোরে বোলার, ‘ভবিষ্যতের মালিঙ্গা’কে দলে নিল চেন্নাই

আইপিএলের মাঝেই ধাক্কা খেল রবীন্দ্র জাডেজা, মহেন্দ্র সিংহ ধোনির চেন্নাই সুপার কিংস। চোটের কারণে বাকি আইপিএল থেকে ছিটকে গেলেন অ্যাডাম মিলনে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২১ এপ্রিল ২০২২ ১৮:২৩
Share:

দলে এলেন পাথিরানা। ফাইল ছবি

আইপিএলের মাঝেই ধাক্কা খেল রবীন্দ্র জাডেজা, মহেন্দ্র সিংহ ধোনির চেন্নাই সুপার কিংস। চোটের কারণে বাকি আইপিএল থেকে ছিটকে গেলেন অ্যাডাম মিলনে। পরিবর্ত ক্রিকেটারের নাম বৃহস্পতিবারই ঘোষণা করে দিয়েছে চেন্নাই। শ্রীলঙ্কার মাথিশা পাথিরানাকে নিতে চলেছে তারা। উল্লেখ্য, পাথিরানাকে ‘ভবিষ্যতের মালিঙ্গা’ নামে ডাকা হচ্ছে। দু’জনের বোলিং অ্যাকশনের অনেক মিল রয়েছে।

নিউজিল্যান্ডের বোলার মিলনে কলকাতার বিরুদ্ধেই চেন্নাইয়ের হয়ে প্রথম ম্যাচ খেলেছিলেন। সেই ম্যাচে হ্যামস্ট্রিংয়ে চোট পান তিনি। সেই চোট না সারায় প্রতিযোগিতা থেকে ছিটকে গিয়েছেন তিনি। তাঁর জায়গায় পাথিরানাকে নেওয়া হয়েছে।

Advertisement

১৯ বছরের পাথিরানা এ বছর অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে শ্রীলঙ্কার হয়ে খেলেছেন। তাঁর বোলিং অ্যাকশনের সঙ্গে শ্রীলঙ্কার প্রাক্তন বোলার লাসিথ মালিঙ্গার মিল রয়েছে। দুর্দান্ত ইয়র্কার দিতে পারেন পাথিরানা। ক্যান্ডির ট্রিনিটি কলেজের হয়ে অভিষেকে সাত রানে ছ’উইকেট নিয়েছিলেন তিনি।

চেন্নাইয়ে ইতিমধ্যেই রয়েছেন শ্রীলঙ্কার আর এক বোলার মাহিশ থিকশানা। এ ছাড়া, এই আইপিএলে তিনি শ্রীলঙ্কার ষষ্ঠ ক্রিকেটার হিসেবে কোনও দলে যোগ দিলেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement