রাজস্থান অধিনায়ক সঞ্জু। ফাইল ছবি।
কলকাতা নাইট রাইডার্স-রাজস্থান রয়্যালস ম্যাচের সেরা চাল বেছে নিল আনন্দবাজার অনলাইন। রবিচন্দ্রন অশ্বিনকে টানা বল করিয়ে সেরা চাল দিলেন রাজস্থান অধিনায়ক সঞ্জু স্যামসন।
২১৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে কলকাতার ইনিংসকে দুরন্ত গতিতে টানছিলেন অ্যারন ফিঞ্চ, শ্রেয়স আয়ার, নীতিশ রানারা। ব্যাটিং সহায়ক উইকেটে রান তুলতে তেমন সমস্যাই হচ্ছিল না ব্যাটারদের। কম-বেশি সব বোলারই মার খাচ্ছিলেন। তার মধ্যেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে ব্যাটারদের কিছুটা সমস্যায় ফেলছিলেন অশ্বিন। কলকাতার ইনিংসের ১৩তম ওভারের শেষ বলে রানা আউট হতে ১৪তম ওভারে নামেন আন্দ্রে রাসেল।
ম্যাচ তখন যে কেউ জিততে পারে। বরং কলকাতার দিকেই পাল্লা ভারী। রাসেলের ব্যাটে-বলে ঠিক মতো হলে ম্যাচ শেষ হতে বেশি সময় লাগবে না জানতেন রাজস্থান অধিনায়ক। সে কথা মাথায় রেখে অভিজ্ঞ অশ্বিনকেই বোলিং আক্রমণ রেখে দেন সঞ্জু। তাতেই মিলল সাফল্য। প্রথম বলেই রাসেলকে বোল্ড করে দিলেন অশ্বিন।
গুরুত্বপূর্ণ এই উইকেটই রাজস্থানকে মানসিক ভাবে এগিয়ে দেয় এদিনের ম্যাচে। তাই আনন্দবাজার অনলাইনের বিচারে কলকাতা-রাজস্থান ম্যাচের সেরা চাল অশ্বিনকে টানা বল করানো।