৯ বলে ৩১ করে ফিরে যান ভানুকা। তিনি ক্রিজে থেকে গেলে কলকাতার জন্য খুব সহজ হত না ম্যাচ জেতা। ভয়ঙ্কর হয়ে ওঠা ভানুকাকে ফিরিয়ে দেন মাভি। কিন্তু তার আগে শ্রীলঙ্কার বিধ্বংসী ব্যাটারের মারা ছয়গুলিতে গ্যালারিতে পড়ে থাকা বলগুলিই হয়ে থাকল এই ম্যাচের সেরা মুহূর্ত।
গ্রাফিক: শৌভিক দেবনাথ
কলকাতা নাইট রাইডার্স বনাম পঞ্জাব কিংস ম্যাচের সেরা মুহূর্ত উপহার দিলেন ভানুকা রাজাপক্ষ। কলকাতা ম্যাচ জিতলেও সেরা মুহূর্ত হয়ে রইল ভানুকার মারা লম্বা ছয়গুলিতে বল গ্যালারিতে পড়ে থাকা।
পঞ্জাবের ইনিংসের চতুর্থ ওভারে বল করতে আসেন কলকাতার শিবম মাভি। তাঁর ওভারের প্রথম বলটি চারে পাঠান রাজাপক্ষ। পরের তিনটি বল মিড অন, লং অনের উপর দিয়ে উড়ে যায় বাউন্ডারিতে। সেই বলগুলি আনতে যা সময় লাগে তাতে সম্প্রচারকারী সংস্থা বিজ্ঞাপনও দিয়ে দেয়। কিন্তু এই চার বলে ২২ রান ওঠার পর পঞ্চম বলে আউট হয়ে যান ভানুকা।
৯ বলে ৩১ করে ফিরে যান ভানুকা। তিনি ক্রিজে থেকে গেলে কলকাতার জন্য খুব সহজ হত না ম্যাচ জেতা। ভয়ঙ্কর হয়ে ওঠা ভানুকাকে ফিরিয়ে দেন মাভি। কিন্তু তার আগে শ্রীলঙ্কার বিধ্বংসী ব্যাটারের মারা ছয়গুলিতে গ্যালারিতে পড়ে থাকা বলগুলিই হয়ে থাকল এই ম্যাচের সেরা মুহূর্ত।
পঞ্জাবকে ৬ উইকেটে হারিয়ে দেয় কলকাতা। ওয়াংখেড়েতে এর আগে চেন্নাই সুপার কিংসকে হারিয়েছিল কলকাতা। এ বার পঞ্জাবকে হারিয়ে ফের হাসি শ্রেয়সের মুখে।