Himachal Village Malana

হড়পা বানে ভেসে গিয়েছে রাস্তা, তিন মাস পেরিয়ে গেলেও এখনও বিচ্ছিন্ন হিমাচলের মালানা!

জেলার অন্য অংশের সঙ্গে যোগাযোগ স্থাপনের একমাত্র রাস্তাটি ৮ কিলোমিটার দীর্ঘ। কিন্তু সেটিই জলের তোড়ে ভেসে যাওয়ায় প্রতি দিন সমস্যার মুখে পড়তে হচ্ছে গ্রামবাসীদের।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ২৪ নভেম্বর ২০২৪ ১২:০৭
Share:

কুলুর পাহাড়ি গ্রাম মালানা। ছবি: সংগৃহীত।

হড়পা বানে রাস্তা ভাসিয়ে নিয়ে গিয়েছে। সেই রাস্তা এখনও মেরামত করা হয়নি। ফলে গত তিন মাস ধরে জেলার বাকি অংশ থেকে যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন হিমাচল প্রদেশের কুলু জেলার পাহাড়ি গ্রাম মালানা।

Advertisement

জেলার অন্য অংশের সঙ্গে যোগাযোগ স্থাপনের একমাত্র রাস্তাটি ৮ কিলোমিটার দীর্ঘ। কিন্তু সেটিই জলের তোড়ে ভেসে যাওয়ায় প্রতি দিন সমস্যার মুখে পড়তে হচ্ছে গ্রামবাসীদের। আর সংযোগকারী এই রাস্তা ভেসে যাওয়ায় এখন গ্রামবাসীদের ঘুরপথে হেঁটে অনেকটা রাস্তা অতিক্রম করতে হচ্ছে। হড়পা বানে রাস্তা ভাসিয়ে নিয়ে যাওয়ার পরেও কেন তিন মাস ধরে কোনও মেরামতির কাজ হচ্ছে না, তা নিয়েই ক্ষোভ প্রকাশ করেছেন গ্রামবাসীরা।

তাঁদের অভিযোগ, পার্বতী উপত্যকার এই গ্রামের এখন প্রধান সমস্যা রাস্তা। যদি গ্রামের বাইরে কাজে কাউকে যেতে হয়, তা হলে ৮ কিলোমিটার পথ হেঁটে তার পর বাস বা ট্যাক্সি ধরতে হচ্ছে। গ্রামপ্রধান রাজু রাম বলেন, ‘‘যদি কোনও আপৎকালীন পরিস্থিতি সৃষ্টি হয়, তা হলে খুব সমস্যার মুখে হচ্ছে। বার বার প্রশাসনকে জানিয়েও কোনও লাভ হচ্ছে না।’’ কুলুর মহকুমাশাসক বিকাশ শুক্ল বলেন, ‘‘যত দ্রুত সম্ভব ওই গ্রামে সংযোগস্থাপনকারী রাস্তা বানানোর ব্যবস্থা করা হচ্ছে। যত দিন না রাস্তা তৈরি হচ্ছে গ্রামে প্রয়োজনীয় জিনিসপত্র পৌঁছে দেওয়ার ব্যবস্থাও করা হয়েছে।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement