হতাশ রবার্ট লেয়নডস্কি। ছবি: রয়টার্স।
চোটের জন্য খেলতে পারছেন না লামিন ইয়ামাল। তাঁর অভাব অনুভূত হচ্ছে বার্সেলোনার খেলায়। লা লিগার ম্যাচে সেলতা ভিগোর বিরুদ্ধে এগিয়ে গিয়েও জিততে পারলেন না রবার্ট লেয়নডস্কিরা। খারাপ ফুটবলের মূল্য চোকাতে হল হান্সি ফ্লিকের দলকে।
ইয়ামালকে ছাড়া যেন জিততেই পারছে না বার্সেলোনা। ২৮ সেপ্টেম্বর ওসাসুনার মাঠে বার্সেলোনার একাদশে ছিলেন না ইয়ামাল। সেই ম্যাচ ২-৪ গোলে হেরেছিল বার্সা। গত ১০ নভেম্বর রিয়াল সোসিয়েদাদের বিপক্ষেও খেলেননি ইয়ামাল। বার্সা হেরেছিল ০-১ ব্যবধানে। শনিবার অবশ্য হার বাঁচাতে পেরেছে তারা। এগিয়ে যাওয়ার পরও সেলতার বিরুদ্ধে ২-২ গোলে ড্র করেছে বার্সেলোনা। ইয়ামালকে ছাড়া তিনটি ম্যাচ খেলে একটিতেও জিততে পারল না তারা। শনিবার ড্রয়ের পর জার্মান কোচ মেনে নিয়েছেন, তাঁর দল খুব খারাপ ফুটবল খেলেছে।
১৫ মিনিটে রাফিনিয়া এবং ৬১ মিনিটে লেয়নডস্কির গোলে এগিয়ে গিয়েছিল বার্সেলোনা। ৮০ মিনিটের পর হঠাৎই খেলা থেকে হারিয়ে যান বার্সেলোনার ফুটবলারেরা। সেই সুযোগ কাজে লাগায় প্রতিপক্ষ। ৮২ মিনিটে ইলাইক্স মোরিবাকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন বার্সার মার্ক কাসাদো। ১০ জনে পরিণত হওয়া বার্সার বিরুদ্ধে ঘরের মাঠে সুযোগ কাজে লাগায় সেলতা। ৮৪ এবং ৮৬ মিনিটে পর দু’গোল করে সমতা ফেরায় আয়োজকেরা। প্রথম গোলটি করেন আলফনসো গঞ্জালেস। দ্বিতীয় গোল হুগো আলভারেজের।
পয়েন্ট হারালেও লা লিগার পয়েন্ট তালিকায় শীর্ষেই রয়েছে বার্সেলোনা। ১৪ ম্যাচে ৩৪ পয়েন্ট তাদের। সম সংখ্যক ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অ্যাটলেটিকো মাদ্রিদ। তৃতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের সংগ্রহ ১২ ম্যাচে ২৭ পয়েন্ট।