Mumbai Indians

IPL 2022: মুম্বই-চেন্নাই ম্যাচের সেরা মুহূর্ত বেছে নিল আনন্দবাজার অনলাইন

টসের সময় রোহিত শর্মা এবং রবীন্দ্র জাডেজার মজার কথোপকথনই ম্যাচের সেরা মুহূর্ত।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২২ এপ্রিল ২০২২ ০০:০১
Share:

কোনটি ম্যাচের সেরা মুহূর্ত ছবি আইপিএল

বৃহস্পতিবার মুম্বই ইন্ডিয়ান্স বনাম চেন্নাই সুপার কিংস ম্যাচের সেরা মুহূর্ত বেছে নিল আনন্দবাজার অনলাইন। টসের সময় রোহিত শর্মা এবং রবীন্দ্র জাডেজার মজার কথোপকথনই ম্যাচের সেরা মুহূর্ত।

এ দিন টস করতে নেমেছিলেন রোহিত এবং জাডেজা। টসে জেতেন চেন্নাই অধিনায়ক। এর পর সঞ্চালক নিক নাইটের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার পর তিনি যখন ফিরছেন, তখন রোহিত তাঁকে ডেকে বলেন, ‘কী নিলে?’ উত্তরে জাডেজা বলেন, ‘ফিল্ডিং নিলাম।’ তার পরেই রোহিতের প্রশ্ন, ‘বললে তো ব্যাটিং নিয়েছ।’ তখন জাডেজা হাসতে হাসতে পাল্টা বলেন, ‘আরে না না, ফিল্ডিংই নিয়েছি।’

Advertisement

এর পর রোহিতও হাসতে হাসতে সঞ্চালকের প্রশ্নের উত্তর দিতে ব্যস্ত হয়ে পড়েন। কিন্তু রোহিত এবং জাডেজার সেই ভিডিয়ো ভাইরাল হয়ে যায় নেটমাধ্যমে। ভক্তরা সেটি পোস্ট করে বোঝান, আইপিএলে আলাদা দলে খেললেও দুই সতীর্থের বন্ধুত্ব অটুট।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement