প্রথম থেকেই রোহিতের পা লক্ষ্য করে বল করছিলেন মুকেশ। দ্বিতীয় বল ভিতরের দিকে ঢুকে আসে। পা না সরিয়ে শুধু ব্যাট ছোঁয়ান রোহিত। শটের উপর কোনও নিয়ন্ত্রণ ছিল না তাঁর। ফলে সোজা মিড অনে মিচেল স্যান্টনারের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান মুম্বইয়ের অধিনায়ক।
কোন চালে বাজিমাত করলেন জাডেজা ফাইল চিত্র
বাঁ হাতি পেসারের বিরুদ্ধে শুরুতে যে রোহিত শর্মার খেলতে সমস্য়া হয় সে ছবি আগে অনেক বার দেখা গিয়েছে। তাই রোহিতের বিরুদ্ধে প্রথম ওভারেই রবীন্দ্র জাডেজা বলে নিয়ে আসেন মুকেশ চৌধরীকে। অনামী পেসারের দ্বিতীয় বলেই সাজধরে ফিরে গেলেন রোহিত। সেই ওভারেই ঈশান কিশনকে আউট করলেন মুকেশ। তাই আনন্দবাজার অনলাইনের বিচারে প্রথম ওভারে মুকেশকে বলে আনা ম্য়াচের সেরা চাল।
প্রথম থেকেই রোহিতের পা লক্ষ্য করে বল করছিলেন মুকেশ। দ্বিতীয় বল ভিতরের দিকে ঢুকে আসে। পা না সরিয়ে শুধু ব্যাট ছোঁয়ান রোহিত। শটের উপর কোনও নিয়ন্ত্রণ ছিল না তাঁর। ফলে সোজা মিড অনে মিচেল স্যান্টনারের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান মুম্বইয়ের অধিনায়ক।
সেই ওভারের পঞ্চম বলে ঈশানকে ইয়র্কার করেন মুকেশ। বলের লাইন মিস করেন ঈশান। ফলে বোল্ড হয়ে ফেরেন তিনি। ওই স্পেলে ডেওয়াল্ড ব্রেভিসকেও আউট করেন মুকেশ। শেষ পর্যন্ত ৩ উইকেট নিয়ে ম্যাচের সেরাও হন মুকেশ।