IPL 2023

জাডেজার পর হার্দিক, আইপিএলে ভারতীয় অলরাউন্ডার হিসাবে কীর্তি গড়লেন গুজরাত অধিনায়ক

রবিবার আমদাবাদে রাজস্থানের বিরুদ্ধে খেলতে নেমেছিল গুজরাত। সেই ম্যাচে হার্দিক ১৯ বলে ২৮ রান করেন। একটি উইকেটও নেন তিনি। চার ওভারে ২৪ রান দেন।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৭ এপ্রিল ২০২৩ ১৯:৪৫
Share:

ব্যক্তিগত কীর্তি গড়লেন হার্দিক পাণ্ড্য। —ফাইল চিত্র

রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে হেরে গেলেও ব্যক্তিগত কীর্তি গড়লেন হার্দিক পাণ্ড্য। গুজরাত টাইটান্সের অধিনায়ক আইপিএলে ২০০০ রান এবং ৫০ উইকেট নিলেন। তাঁর আগে ভারতীয়দের মধ্যে একমাত্র রবীন্দ্র জাডেজাই এই কীর্তি গড়েছেন। আরও চার বিদেশি ক্রিকেটারেরও এই কীর্তি রয়েছে।

Advertisement

রবিবার আমদাবাদে রাজস্থানের বিরুদ্ধে খেলতে নেমেছিল গুজরাত। সেই ম্যাচে হার্দিক ১৯ বলে ২৮ রান করেন। একটি উইকেটও নেন তিনি। চার ওভারে ২৪ রান দেন। আইপিএলে এখনও পর্যন্ত ১১১টি ম্যাচ খেলেছেন হার্দিক। গুজরাতের আগে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে খেলেছেন হার্দিক। ২০১৫ সালে আইপিএলে অভিষেক হয় তাঁর। ২০১২ রান করেছেন তিনি। নিয়েছেন ৫১টি উইকেট। ব্যাট হাতে হার্দিকের গড় ২৯.১৬। স্ট্রাইক রেট ১৪৬.৩৩। আইপিএলে হার্দিকের সর্বোচ্চ ৯১ রান। বল হাতে এক ইনিংসে তাঁর সেরা পারফরম্যান্স ১৭ রান দিয়ে তিন উইকেট।

আইপিএলের সেরা অলরাউন্ডার কে?

ফলাফল দেখুন

চোটের কারণে আইপিএলে একসময় শুধু ব্যাট করতেন হার্দিক। এর পরেই তাঁকে ছেড়ে দেয় মুম্বই। গত বছর গুজরাত তাঁকে নেয় এবং অধিনায়ক করে। অলরাউন্ডার হার্দিকের প্রত্যাবর্তন ঘটে। তাঁর আগে এই তালিকায় রয়েছেন জাডেজা। তিনি ২১৪টি ম্যাচে ২৫৩১ রান করেছেন এবং ১৩৮টি উইকেট নিয়েছেন। তালিকায় শীর্ষে রয়েছেন শেন ওয়াটসন। তিনি ৩৮৭৪ রান করেছেন এবং ৯২টি উইকেট নিয়েছেন। কায়রন পোলার্ড ৩৪১২ রান করেছেন এবং ৬৯টি উইকেট নিয়েছেন। জ্যাক ক্যালিস নিয়েছেন ৬৫টি উইকেট। সেই সঙ্গে করেছেন ২৪২৭ রান। আন্দ্রে রাসেল ১০৩টি ম্যাচে ২০৯৫ রান করেছেন এবং ৯২টি উইকেট নিয়েছেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement