IPL 2023

ঘরের মাঠে হার্দিকরা ১৭৭, গুজরাতকে হারিয়ে গত বছর ফাইনালের বদলা নিতে পারবে রাজস্থান?

রাজস্থানের বোলিং আক্রমণের বিরুদ্ধে প্রত্যাশা মতো ব্যাটিং করতে পারলেন না গুজরাতের ব্যাটাররা। এক জনও অর্ধশতরান পেলেন না। তবু দলগত প্রচেষ্টায় লড়াই করার মতো রান তুলল হার্দিকের দল।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৬ এপ্রিল ২০২৩ ২১:২২
Share:

রাজস্থানের বিরুদ্ধে বড় রান পেলেন না হার্দিক। ছবি: আইপিএল।

গত আইপিএলের রানার্স রাজস্থান রয়্যালসের সামনে জয়ের জন্য ১৭৮ রানের লক্ষ্য রাখল ২০২২ সালের চ্যাম্পিয়ন গুজরাত টাইটান্স। হার্দিক পাণ্ড্যর দলের ব্যাটাররা কেউ তেমন বড় রান করতে না পারলেও, প্রায় সকলেই কিছু না কিছু অবদান রাখলেন। দলগত প্রচেষ্টায় প্রথমে ব্যাট করে ঘরের মাঠে লড়াই করার মতো রান তুলল গুজরাত।

Advertisement

রাজস্থানের বিরুদ্ধে রান পেলেন না ঋদ্ধিমান সাহা (৪)। প্রথম ওভারেই বাঙালি উইকেটরক্ষক-ব্যাটার আউট হলেও তার প্রভাব পড়ল না গুজরাত ইনিংসে। অন্য ওপেনার শুভমন গিল করলেন ৪৫ রান। তাঁর ৩৪ বলের ইনিংসে রয়েছে ৪টি চার এবং ১টি ছয়। তিন নম্বরে নামা সাই সুদর্শনের ব্যাট থেকে এল ১৯ বলে ২০ রান। বড় রান পেলেন না গুজরাত অধিনায়কও। ৩টি চার এবং ১টি ছয়ের সাহায্যে হার্দিক করলেন ১৯ বলে ২৮ রান। অভিনব মনোহরের অবদান ১৩ বলে ২৭। ৩টি ছক্কা এল তাঁর ব্যাট থেকে।

গুজরাতকে লড়াই করার মতো জায়গায় পৌঁছে দিল ডেভিড মিলারের লড়াকু ইনিংস। পাঁচ নম্বরে নেমে ৩০ বলে ৪৬ রান করলেন মিলার। ৩টি চার এবং ২টি ছক্কা মারলেন দক্ষিণ আফ্রিকার ব্যাটার। ইনিংসের শেষ ওভারে ২ উইকেট হারানোয় প্রত্যাশিত রান তুলতে পারল না গুজরাত। শেষ পর্যন্ত হার্দিকরা তুললেন ৭ উইকেটে ১৭৭ রান।

Advertisement

রাজস্থানের সফলতম বোলার সন্দীপ শর্মা। তিনি ২৫ রান দিয়ে ২ উইকেট নিলেন। ১টি করে উইকেট নিলেন ট্রেন্ট বোল্ট, অ্যাডাম জ়াম্পা এবং যুজবেন্দ্র চহাল। ৪ ওভারে ৩৭ রান দিয়েও উইকেট পেলেন না রবিচন্দ্রন অশ্বিন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement