গৌতম গম্ভীর। — ফাইল চিত্র।
এক সময় কলকাতা নাইট রাইডার্সে চুটিয়ে খেলেছেন। অধিনায়ক হিসাবে দলকে দু’টি আইপিএলে জিতিয়েছেন। এখন তিনি দলের মেন্টর। সেই গৌতম গম্ভীর আবার ফিরে গেলেন নিজের অধিনায়কত্বের সময়ে। শোনালেন নিজের জীবনের একটি আক্ষেপের কথা।
২০১২ এবং ২০১৪ সালে গম্ভীরের নেতৃত্বে আইপিএল জিতেছিল কেকেআর। নিজের অধিনায়কত্বের স্মৃতি ফিরিয়ে এনে গম্ভীর জানালেন, সূর্যকুমার যাদবকে বুঝতে না পারা এবং তাঁর প্রতিভাকে কাজে না লাগাতে পারা তাঁর জীবনের অন্যতম আক্ষেপ। ২০১৪ সালে কেকেআর কিনেছিল সূর্যকে। ২০১৭ সালে তিনি চলে যান মুম্বইয়ে।
এক ওয়েবসাইটে সাক্ষাৎকারে গম্ভীর বলেছেন, “একজন নেতার কাজ হল দলের প্রত্যেকের প্রতিভা খুঁজে বার করা এবং গোটা বিশ্বের সঙ্গে সেটার পরিচয় করানো। যদি সাত বছরের অধিনায়কত্বে আমার কোনও আক্ষেপ থেকে থাকে, তা হলে সেটা হল সূর্যকুমার যাদবকে ঠিক মতো কাজে লাগাতে না পারা।”
কেন পারেননি, সেটাও ব্যাখ্যা করেছেন গম্ভীর। বলেছেন, “দলের কম্বিনেশনের জন্যই সেটা পারিনি। তিন নম্বরে একজন ক্রিকেটারকে খেলানো যায়। নেতা হিসাবে প্রথম একাদশে থাকা বাকি ১০টা ক্রিকেটারের কথাও ভাবতে হবে। তিন নম্বরে ও অনেক ভাল খেলতে পারত। কিন্তু আমাদের দলে সাত নম্বরেও ভাল খেলেছে।”
গম্ভীরের সংযোজন, “ওকে ছয়ে বা সাতে খেলান বা বসিয়ে রাখুন, সূর্য সব সময় হাসিমুখে থেকেছে এবং দলের হয়ে খেলার জন্য সব সময় তৈরি থেকেছে। তাই ওকে এক সময় সহ-অধিনায়ক করে দিয়েছিলাম।”