কলকাতার বিরুদ্ধে প্রথমে ব্যাট করে ২১৫ রান করে দিল্লি। দলের হয়ে দুই ওপেনার ওয়ার্নার ৪৫ বলে ৬৭ ও পৃথ্বী শ ২৯ বলে ৫১ করেন। দু’জনে মিলে ৯৩ রানের জুটি বাঁধেন। রান তাড়া করতে নেমে ১৭১ রানে থেমে যায় কলকাতার ইনিংস। প্রাক্তন নাইট কুলদীপ যাদব ৩৫ রান দিয়ে ৪ উইকেট নেন।
জয়ে ফিরে উচ্ছ্বসিত দিল্লি শিবির ছবি: টুইটার
টানা দু’ম্যাচে হারের পরে কলকাতা নাইট রাইডার্সকে হারিয়ে জয়ে ফিরেছে দিল্লি ক্যাপিটালস। ব্রেবোর্ন স্টেডিয়ামে ৪৪ রানে জয়ের পরে সাজঘরে অভিনব উল্লাসে মাতলেন দিল্লির ক্রিকেটাররা। আর সেই উল্লাসে নেতৃত্ব দিতে দেখা গেল দলের অস্ট্রেলীয় ব্যাটার ডেভিড ওয়ার্নারকে।
ম্যাচ শেষে সাজঘরে জড়ো হন ক্রিকেটার ও সাপোর্ট স্টাফরা। সেখানে বলিউড ছবি ‘উরি’র জনপ্রিয় সংলাপ বলতে শোনা যায় ওয়ার্নারকে। তিনি বলেন, ‘‘হাউ ইজ দ্য জোশ’’। তার জবাবে বাকিরা বলেন, ‘‘হাই স্যর’’। এ ভাবে উল্লাস দেখেই বোঝা যাচ্ছিল, জয়ে ফিরে কতটা উচ্ছ্বসিত ঋষভ পন্থরা।
কলকাতার বিরুদ্ধে প্রথমে ব্যাট করে ২১৫ রান করে দিল্লি। দলের হয়ে দুই ওপেনার ওয়ার্নার ৪৫ বলে ৬৭ ও পৃথ্বী শ ২৯ বলে ৫১ করেন। দু’জনে মিলে ৯৩ রানের জুটি বাঁধেন। রান তাড়া করতে নেমে ১৭১ রানে থেমে যায় কলকাতার ইনিংস। প্রাক্তন নাইট কুলদীপ যাদব ৩৫ রান দিয়ে ৪ উইকেট নেন।
কলকাতাকে হারিয়ে চার পয়েন্টের সঙ্গে ষষ্ঠ স্থানে রয়েছে দিল্লি। অন্য দিকে ম্যাচ হারার পরে দ্বিতীয় স্থানে নেমে এসেছে কেকেআর। শ্রেয়স আয়ারদের পয়েন্ট ৬। একই পয়েন্ট নিয়ে রান রেটের বিচারে শীর্ষে রাজস্থান রয়্যালস।