রাজস্থানের বিরুদ্ধে মারমুখী মেজাজে ডেভিড ওয়ার্নার। আইপিএলে নজির গড়েছেন তিনি। ছবি: আইপিএল।
আইপিএলে পর পর তিন ম্যাচে হেরেছে দিল্লি ক্যাপিটালস। সৌরভ গঙ্গোপাধ্যায়ের দলের ফল ভাল না হলেও ছন্দে রয়েছেন দলের অধিনায়ক ডেভিড ওয়ার্নার। রানের মধ্যে রয়েছেন তিনি। আইপিএলে নজির গড়েছেন ওয়ার্নার। ভেঙে ফেলেছেন বিরাট কোহলি, শিখর ধাওয়ানের নজির।
আইপিএলে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ব্যাট করতে নেমে ৬০০০ রানের নজির গড়েছেন ওয়ার্নার। তৃতীয় ব্যাটার হিসাবে এই নজির গড়েছেন তিনি। তাঁর আগে ৬০০০ রান করেছেন কোহলি ও ধাওয়ান। অর্থাৎ, ওয়ার্নারই প্রথম বিদেশি ব্যাটার যিনি ৬০০০-এর বেশি রান করেছেন।
তিন নম্বর ব্যাটার হিসাবে ৬০০০ রান করলেও কম ম্যাচে এই রান করার নিরিখে তিনি শীর্ষে। মাত্র ১৬৫ ম্যাচে ৬০০০ রান করেছেন ওয়ার্নার। কোহলি ৬০০০ রান করতে নিয়েছিলেন ১৮৮ ম্যাচ। অন্য দিকে ধাওয়ান এই রান করতে নিয়েছিলেন ১৯৯ ম্যাচ।
আইপিএলে এখনও পর্যন্ত ২২৫ ম্যাচে ৬৭২৭ রান কোহলির। দ্বিতীয় স্থানে রয়েছেন ধাওয়ান। ২০৮ ম্যাচে তাঁর রান ৬৩৭০। ওয়ার্নার ১৬৫ ম্যাচে করেছেন ৬০৩৯ রান। তালিকায় চার নম্বরে রয়েছেন রোহিত শর্মা। মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক ২২৯ ম্যাচে ৫৯০১ রান করেছেন। অর্থাৎ, এ বারের আইপিএলে ৬০০০ রান করার সুযোগ রয়েছে তাঁর কাছেও।