মুম্বই-পঞ্জাব ম্যাচের সেরা তিন ক্রিকেটারকে বেছে নেওয়া হল। ছবি: আইপিএল
প্রথম ম্যাচের মতো শনিবারের দ্বিতীয় ম্যাচও হল রুদ্ধশ্বাস। মুম্বই ইন্ডিয়ান্স বনাম পঞ্জাব কিংস ম্যাচে রানের ছড়াছড়ি। দুই দলই দুশোর উপর রান তুলল। শেষ পর্যন্ত জিতল পঞ্জাব কিংস। সেই ম্যাচের সেরা তিন ক্রিকেটারকে বেছে নিল আনন্দবাজার অনলাইন:
আরশদীপ সিংহ: অসাধারণ বোলিং করলেন পঞ্জাবের ব্যাটার। শেষ ওভারে ঠান্ডা মাথায় তাঁর বোলিং জিতিয়ে দিল পঞ্জাবকে। তবে সবচেয়ে বেশি চমক তাঁর বলের গতিতে। এক বার নয়, দু’-দু’বার স্টাম্প ভেঙে দিলেন। হ্যাঁ, দু’বার স্টাম্প ভেঙে অর্ধেক হয়ে গেল। প্রথম বার তাঁর শিকার তিলক বর্মা। দ্বিতীয় শিকার নেহাল ওয়াধেরা। তার আগেই বিপজ্জনক ব্যাটার সূর্যকুমারকে ফিরিয়েছেন। ইনিংসের শুরুতে আউট করেছেন ঈশান কিশনকে। চার ওভারে ২৯ রানে চার উইকেট নিলেন তিনি।
স্যাম কারেন: ব্যাট হাতে আইপিএলে এত দিন তাঁর কেরামতি দেখা যায়নি। শনিবার ওয়াংখেড়েতে রাক্ষুসে ব্যাটিং করলেন ইংরেজ অলরাউন্ডার। পাঁচটি চার এবং চারটি ছক্কার সাহায্যে ২৯ বলে ৫৫ রান করলেন তিনি। হরপ্রীত সিংহ ভাটিয়ার সঙ্গে এক সময় দারুণ জুটি গড়ে ফেলেছিলেন। দুশো পেরিয়ে যাওয়ার জন্য কৃতিত্ব দিতে হবে তাঁকেও।
সূর্যকুমার যাদব: কলকাতা ম্যাচের পর আবার দেখা গেল সূর্যের ধুন্ধুমার ব্যাটিং। মুম্বইয়ের রান তাড়া করায় প্রধান ভূমিকা নিলেন তিনিই। মাঠের চারিদিকে উড়ে গেল বল। সব ধরনের শট খেলতে দেখা গেল সূর্যকে। ২৬ বলে ৫৭ রান করলেন তিনি। শেষ পর্যন্ত ক্রিজে টিকে থাকতে পারলে হয়তো জিততেও পারত মুম্বই।