বর্ষার জন্য সরল আইপিএল। ফাইল ছবি
প্রত্যাশামতোই আইপিএল-এর বাকি অংশ সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে সংযুক্ত আরব আমিরশাহিতে। শনিবারই ভারতীয় বোর্ড জানিয়েছে, সেপ্টেম্বর-অক্টোবরে আইপিএল-এর বাকি অংশ করা হবে। তবে ভারতের করোনা পরিস্থিতির জন্য নয়, ওই সময়ে বৃষ্টির মরসুম থাকার জন্যেই মরুশহরে আইপিএল সরানো হয়েছে বলে দাবি বোর্ডের।
সংবাদ সংস্থাকে সাক্ষাৎকারে বোর্ডের সচিব জয় শাহ বলেছেন, “আমিরশাহিতে আইপিএল সরানোর পিছনে প্রধান কারণ বৃষ্টির মরসুম। সেপ্টেম্বরে এখানে ম্যাচ আয়োজন করা কার্যত অসম্ভব। মুম্বই বা আমদাবাদ বা অন্য কোনও স্টেডিয়ামে কী ভাবে ম্যাচ আয়োজন করব বলুন, তখন সেখানে বৃষ্টির মরসুম চলবে। তাই ওই সময়ে এখানে আইপিএল করার কোনও মানে হয় না।”
টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করা নিয়ে আগামী ১ জুন আইসিসি-র সঙ্গে বৈঠক রয়েছে বোর্ডের। ইতিমধ্যেই জানা গিয়েছে, তাদের কাছে আরও সময় চাওয়া হবে। শাহ বলেছেন, “তখন কী পরিস্থিতি থাকবে কেউ জানে না। নিরাপদে প্রতিযোগিতা আয়োজন করাই আমাদের লক্ষ্য। সে কথাই জানাব আইসিসি-কে।”