Virat Kohli

অতীতের কোন বোলারকে খেলতে সমস্যায় পড়তেন, জানালেন কোহলী

ইনস্টাগ্রামে সমর্থকদের প্রশ্নের উত্তর দিচ্ছিলেন ভারত অধিনায়ক।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ৩০ মে ২০২১ ০৯:২২
Share:

বিরাট কোহলী। ফাইল ছবি

২০০৮-এ আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল বিরাট কোহলীর। তারপর থেকে বহু বোলারকে খেলেছেন তিনি। তাঁদের বিরুদ্ধে শাসন করেছেন। তাঁর বিরুদ্ধে আধিপত্য দেখাতে পারেননি কোনও বোলারই। কিন্তু অতীতে এমন কোনও বোলার কি রয়েছেন যাঁর বিরুদ্ধে কোহলী খেলতে গেলে অস্বস্তিতে পড়তেন।

Advertisement

হ্যাঁ, রয়েছেন। খোদ কোহলীই জানালেন সেই কথা। ইনস্টাগ্রামে সমর্থকদের প্রশ্নের উত্তর দিচ্ছিলেন ভারত অধিনায়ক। সেখানেই এক সমর্থক তাঁকে প্রশ্ন করেন, অতীতের কোন বোলার তাঁকে সমস্যায় ফেলতে পারতেন? কোহলী নাম নিয়েছেন ওয়াসিম আক্রমের।

পাকিস্তানের এই জোরে বোলার একসময় গোটা বিশ্বের ত্রাস ছিলেন। ছ’পা দৌড়ে এসে তাঁর হাতে থেকে বেরোত ১৫০ কিমি গতিবেগের বল। কোহলীর আন্তর্জাতিক অভিষেকের অনেক আগেই অবশ্য খেলা ছেড়েছিলেন আক্রম। ২০০৩ বিশ্বকাপের পরেই অবসর নেন।

Advertisement

ছবি ইনস্টাগ্রাম

এই মুহূর্তে মুম্বইয়ের হোটেলে নিভৃতবাসে রয়েছেন কোহলী এবং ভারতীয় দলে তাঁর সতীর্থরা। আগামী বুধবার ইংল্যান্ডের বিমান ধরবেন তাঁরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement