IPL 2021

করোনার মধ্যেও আইপিএলে খেলতে পারায় নিজেকে ‘ভাগ্যবান’ মনে করছেন দিল্লির বোলার

এই আইপিএল অন্য বছর গুলির থেকে একেবারেই আলাদা বলে মনে করেন ওকস।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৩ এপ্রিল ২০২১ ২৩:৫০
Share:

ক্রিস ওকস টুইটার

করোনার দ্বিতীয় ঢেউয়ের মধ্যেও আইপিএল খেলতে পারায় নিজেকে ভাগ্যবান মনে করছেন ক্রিস ওকস। ভারতে এই মুহূর্তে প্রত্যেক দিন ৩ লক্ষ মানুষ এই মারণ ভাইরাসে আক্রান্ত হচ্ছেন। কিন্তু তার মধ্যেও জৈব সুরক্ষা বলয় তৈরি করে আইপিএল আয়োজন করছে বিসিসিআই। জৈব সুরক্ষা বলয়ের মধ্যে নিজেকে ইতিবাচক রাখার চেষ্টা করে গিয়েছেন ইংল্যান্ডের এই অলরাউন্ডার। এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘‘আমি বলয়ের মধ্যে নিজেকে ইতিবাচক রাখার চেষ্টা করে গিয়েছি। আমরা খুব ভাগ্যবান যে এর মধ্যেও আমরা খেলতে পারছি ও মানুষকে আনন্দ দিতে পারছি।’’

Advertisement

এই আইপিএল অন্য বছরগুলির থেকে একেবারেই আলাদা বলে মনে করেন ওকস। তিনি বলেন, ‘‘এটা একেবারে অন্যরকম সময়। আমরা খেলছি, তবে মাঠে দর্শক নেই। একেবারে অন্যরকম অনুভুতি হচ্ছে। সুরক্ষা বলয়ের মধ্যে নিজেকে ব্যস্ত রাখার জন্য জাতীয় দলের দুই সতীর্থ স্যাম বিলিংস ও টম কারেনের সঙ্গে সময় কাটাচ্ছি।’’

ভারতে আইপিএল খেলতে পারায় আসন্ন টি২০ বিশ্বকাপে সুবিধা পাওয়া যাবে বলে দাবি করেন ওকস। তিনি বলেন, ‘‘ছোট মাঠে ভাল পিচে বিশ্বমানের ক্রিকেটারদের বিরুদ্ধে খেলতে পারলে নিজের শক্তি ও দুর্বলতা পরখ করে নেওয়া যায়। এ বছরের শেষে টি২০ বিশ্বকাপ হবে ভারতে। তাই এটা প্রস্তুতির খুব ভাল সুযোগ।’’

Advertisement

আইপিএল-এ এ বার দারুণ শুরু করেছে দিল্লি ক্যাপিটালস। চার ম্যাচের তিনটিতেই জয় পেয়েছে তারা। দলের বাকি ক্রিকেটারদের সঙ্গে দারুণ মজা করছেন ওকস। তিনি বলেন, ‘‘আমি খুব আনন্দ করছি দলের বাকি ক্রিকেটারদের সঙ্গে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement