শতরানের পর পাড়িক্কল। পিছনে বিরাট। ছবি আইপিএল
রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে বৃহস্পতিবার আইপিএল-এ প্রথম শতরান তুলে নিয়েছেন দেবদত্ত পাড়িক্কল। তরুণ এই ব্যাটসম্যানদের প্রতিভায় বাকিদের মতোই মুগ্ধ সুনীল গাওস্করও। তাঁর মনে হচ্ছে, খুব শীঘ্রই ভারতের হয়ে তিন ধরনের ক্রিকেটেই অভিষেক হবে পাড়িক্কলের। কর্নাটকের ব্যাটসম্যানের ঘরোয়া পরিসংখ্যানের কথাও তুলে ধরেছেন তিনি।
সম্প্রচারকারী চ্যানেলে গাওস্কর বলেছেন, “খুব তাড়াতাড়ি যদি ভারতের হয়ে তিনটে ফরম্যাটে পাড়িক্কলকে দেখতে পাই তাহলে অবাক হব না। ওর সেই দক্ষতা রয়েছে। প্রথম শ্রেণির ক্রিকেটে এবং রনজি ট্রফিতে ঝুরি ঝুরি রান করেছে। বড় শতরান পেয়েছে। ৫০ ওভারের ক্রিকেটেও অনেক রান করেছে। এখন টি-টোয়েন্টি প্রতিযোগিতাতেও রান পাচ্ছে। তাই আজ না হোক কাল, জাতীয় দলে ওকে দেখা যাবেই।”
কর্নাটক থেকে যে ভাবে একের পর এক প্রতিভাবান ব্যাটসম্যান বেরিয়ে আসছে সেই প্রসঙ্গও এসেছে গাওস্করের কথাতে। বলেছেন, “কর্নাটক বরাবরই দারুণ সব ব্যাটসম্যান উপহার দিয়ে এসেছে। গুণ্ডাপ্পা বিশ্বনাথ, রাহুল দ্রাবিড়, তারপর কে এল রাহুল। তবে রাহুলকে দেখে মাঝে মাঝে মনে হয় ওর আত্মবিশ্বাস। সেটা ওকে ফিরিয়ে আনতেই হবে। এ ছাড়া ময়াঙ্ক আগরওয়াল, করুণ নায়ারকে দেখুন। করুণ ত্রিশতরান করেছিল। কর্নাটকের সত্যিই দারুণ ব্যাটিং লাইন-আপ রয়েছে।”