Wriddhiman Saha

সুপারম্যান ঋদ্ধিমানের দ্রুত আরোগ্য কামনা করে ছবি আঁকল মেয়ে অনভি

ছবিতে অনভি লিখেছে, ‘দ্রুত সুস্থ হয়ে ওঠ বাবা’। ছোট্ট অনভির আঁকা ছবিতে মুগ্ধ নেটমাধ্যম।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৬ মে ২০২১ ০০:৫৪
Share:

পরিবারের সঙ্গে ঋদ্ধিমান ফাইল চিত্র

করোনা আক্রান্ত ঋদ্ধিমান সাহার দ্রুত আরোগ্য কামনা করে ছবি আঁকল তাঁর মেয়ে অনভি। মঙ্গলবার ভারতের এই উইকেট রক্ষক ব্যাটসম্যানের করোনা আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায়। জৈব সুরক্ষা বলয়ের মধ্যে থেকেও আক্রান্ত হন ঋদ্ধি। মেয়ের আঁকা ছবি টুইটারে বুধবার প্রকাশ করেন তিনি। বাবাকে সুপারম্যান সাজিয়ে ছবি আঁকে সে। কোভিড ভাইরাসকে ঘুসি মেরে ঘায়েল করছেন তার বাবা। ছবিতে সে লিখেছে, ‘দ্রুত সুস্থ হয়ে ওঠ বাবা’। ছোট্ট অনভির আঁকা ছবিতে মুগ্ধ নেটমাধ্যম। আপ্লুত ঋদ্ধি নিজেও।

Advertisement

ছবি প্রকাশ করে সানরাইজার্স হায়দরাবাদের ক্রিকেটার লেখেন, ‘এই ছবিটা আমার কাছে অনুপ্রেরণা। মিয়া (অনভির ডাক নাম)-কে অনেক ভালবাসা। ধন্যবাদ আমার শুভাকাঙ্ক্ষীদের। যাঁরা আমার অসুস্থতার খবর পেয়ে খোঁজ নিয়েছেন সকলকে ধন্যবাদ’।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement