Virat Kohli

আইপিএল নেই, বাড়ি ফিরে অনুষ্কার সঙ্গে সাধারণ মানুষের জন্য কাজ করতে চান কোহলী

বুধবার বিরাট ও অনুষ্কাকে দেখা যায় সমস্ত বিধি নিষেধ মেনে বাড়ির উদ্দেশ্যে রওনা হতে

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ০৫ মে ২০২১ ২১:৩১
Share:

বিরাট কোহলী টুইটার

সুরক্ষা বলয়ের মধ্যে থেকেও একের পর এক ক্রিকেটার ও সহকারী কোচ করোনা আক্রান্ত হওয়ায় আইপিএল স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই। সেই কারণেই বুধবার নিজের বাড়িতে ফিরলেন বিরাট কোহলী। এবার করোনা পরিস্থিতিতে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর কথা ঘোষণা করে দিয়েছেন বিরুষ্কা।

Advertisement

বুধবার বিরাট ও অনুষ্কাকে দেখা যায় সমস্ত বিধি নিষেধ মেনে বাড়ির উদ্দেশে রওনা হতে। কালো পোশাক পরা বিরাটের মুখে ছিল মাস্ক, হাতে গ্লাভস। চোখে চশমা। কোনও ঝুঁকি নিতে রাজি নন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর অধিনায়ক।

করোনার প্রথম ঢেউ যখন ভারতে আছড়ে পড়েছিল তখনও সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন এই তারকা দম্পতি। ভিডিয়ো বার্তার পাশাপাশি আর্থিক সাহায্যও করেছিলেন তাঁরা। এবার দেশের পরিস্থিতি আরও ভয়ঙ্কর। তাই দেশের মানুষের পাশে দাঁড়ানোটাই এই মুহূর্তে কর্তব্য বলে মনে করছেন তাঁরা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement