IPL 2021

আইপিএলে বিরাট কোহলীকে দিয়েই ওপেন করানোর ভাবনা আরসিবি-র

বৃহস্পতিবার চেন্নাইয়ে নিভৃতবাস পর্বে ঢুকে পড়বেন কোহলী।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ৩১ মার্চ ২০২১ ২২:৫৭
Share:

এ বার ওপেন করবেন কোহলী? ফাইল ছবি

ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে অপরাজিত ৮০ রানের ইনিংস খেলার পরেই বিরাট কোহলী জানিয়েছিলেন, আইপিএলে ওপেন করতে তাঁর কোনও সমস্যা নেই। বুধবার রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (আরসিবি) কর্তা মাইক হেসনও জানালেন, কোহলীকে উপরের দিকে ব্যাটিং করানোর ভাবনাচিন্তা রয়েছে তাঁদের।

Advertisement

বৃহস্পতিবার চেন্নাইয়ে নিভৃতবাস পর্বে ঢুকে পড়বেন কোহলী। তার আগে হেসন বলেছেন, “আমার কাছে ফর্ম গুরুত্বপূর্ণ। একই সঙ্গে ক্রিকেটারদের আত্মবিশ্বাসেরও ভূমিকা রয়েছে। কিছু ক্রিকেটার কাছে ভাল খেললে আত্মবিশ্বাস পায়। আরসিবি-তে বিরাট অনেকদিন ধরে খেলছে। তাই জন্যেই ও উপর দিকে খেলবে। এই জায়গায় আগেও খেলেছে। তাই ব্যাপারটা ভালই জানে।”

ইংল্যান্ডের বিরুদ্ধে যে ভাবে কোহলী খেলেছেন সেটা দেখেই আত্মবিশ্বাসী হেসন। বলেছেন, “দেখেই মনে হচ্ছে ও দারুণ ছন্দে রয়েছে। ইনিংসকে দারুণ নিয়ন্ত্রণ করতে পারে। যে দিন আরসিবি-র হয়ে খেলবে, সে দিন বাকি সবাইকে অনেক পিছনে ফেলে দেবে।”

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement