প্যারাগ্লাইডিংয়ের সময় মৃত্যু পর্যটকের। প্রতিনিধিত্বমূলক ছবি।
হিমাচল প্রদেশে পর্যটকদের জন্য অনেক রকম ‘অ্যাডভেঞ্চার স্পোর্টস’ রয়েছে। তার মধ্যে জনপ্রিয় হল প্যারাগ্লাইডিং। শুধু তুষারপাতের টানেই নয়, রোমাঞ্চকর এই ‘স্পোর্টস’-এর জন্যও অনেক পর্যটক ছুটে যান কুলু, মানালিতে। কিন্তু প্যারাগ্লাইডিং করতে গিয়ে অনেক সময় দুর্ঘটনার মুখেও পড়তে হয়েছে পর্যটকদের। সে রকমই একটা ঘটনা ঘটেছে মঙ্গলবার।
প্যারাগ্লাইডিং করতে গিয়ে মৃত্যু হল অন্ধ্রপ্রদেশের এক যুবকের। মৃতের নাম মহেশ রেড্ডি। কুলু জেলা পুলিশ সূত্রে খবর, প্যারাগ্লাইডিংয়ের জন্য মানালি থেকে ২০ কিলোমিটার দূরে রাইসনে গিয়েছিলেন রেড্ডি। পাহাড় থেকে প্যারাগ্লাইডিং করার জন্য প্যারাশুট নিয়ে লাফ দেন। কিন্তু ওড়ার কিছু ক্ষণের মধ্যে আচমকা দমকা হাওয়ায় সেই প্যারাশুট বেসামাল হয়ে পড়ে। নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন রেড্ডি। চক্কর খেতে খেতে নীচের দিকে নামতে থাকেন। তার পর আছড়ে পড়েন নীচে।
স্থানীয়েরাই রেড্ডিকে উদ্ধার করে ভুন্টারের স্থানীয় হাসপাতালে নিয়ে যান। কিন্তু তাঁর অবস্থার অবনতি হওয়ায় মন্ডীর মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয়। কিন্তু হাসপাতালে পৌঁছনোর আগেই মৃত্যু হয় রেড্ডির। কী ভাবে এই দুর্ঘটনা, তা খতিয়ে দেখছে পুলিশ। এর আগেও প্যারাগ্লাইডিং করতে মৃত্যু হয়েছে পর্যটকের। গত বছরের অক্টোবরে কাংড়া জেলার বীর বিলিংয়ে দুই বিদেশি পর্যটকের মৃত্যু হয়। মাঝ আকাশে দু’টি প্যারাশুট জড়িয়ে যায়। তার পরই দুর্ঘটনার শিকার হন ওই দুই পর্যটক। পর পর প্যারাগ্লাইডিং দুর্ঘটনায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।