IPL 2021

রোহিত-রিতিকার ‘ঋষভ চাচু’ সামাইরা, দেখুন ভাইরাল হওয়া ভিডিয়ো

আইপিএল যত এগিয়ে আসছে, ততই উত্তেজনার পারদ তুঙ্গে উঠছে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ৩১ মার্চ ২০২১ ২২:৩৪
Share:

মুম্বই শিবিরে যোগ দিলেন রোহিত। ছবি টুইটার

আইপিএল যত এগিয়ে আসছে, ততই উত্তেজনার পারদ তুঙ্গে উঠছে। ক্রিকেটাররা তো বটেই, উত্তেজনার আঁচ পড়েছে তাঁদের পরিবারের মধ্যেও। বুধবার একটি ভিডিয়ো পোস্ট করে তারই ইঙ্গিত দিল মুম্বই ইন্ডিয়ান্স। সেখানে দেখা গিয়েছে রোহিত শর্মার পরিবারকে।

Advertisement

ভিডিয়োয় দেখা যাচ্ছে রোহিতের মেয়ে সামাইরা এবং স্ত্রী রিতিকাকে। সামাইরাকে দেখা গিয়েছে মুম্বই ইন্ডিয়ান্সের হেলমেট মাথায় পরতে। পাশ থেকে রিতিকা তখনই সামাইরার উদ্দেশে বলে ওঠেন কী ভাবে ‘দাদ্দা’ (বাবা রোহিত) ছয় মারেন সেটা দেখাতে। তৎক্ষণাৎ রোহিতের বিখ্যাত পুল শট অনুকরণ করে দেখায় সামাইরা।

এরপরেই পাশ থেকে রোহিত বলে ওঠেন, সামাইরাকে তাঁর নিজের মতো নয়, বরং কোনও উইকেটকিপারের মতো দেখাচ্ছে। রিতিকা বলেন, সামাইরাকে ‘ঋষভ চাচু’র মতো দেখতে লাগছে। দু’জনেই কথা শেষ করে হাসতে থাকেন।

Advertisement

তবে রোহিত এবং তাঁর স্ত্রী-কে সব থেকে বেশি উচ্ছ্বসিত হতে দেখা গিয়েছে তার আগে। রিতিকা হেলমেটের উপরে লোগো দেখিয়ে সামাইরাকে জিজ্ঞাসা করেন, “এটা কাদের লোগো?” সোৎসাহে চেঁচিয়ে সামাইরা বলে ওঠে, “মুম্বই ইন্ডিয়ান্স।” যা শুনে হো হো করে হাসিতে ফেটে পড়েন এই দম্পতি। উল্লেখ্য, মঙ্গলবারই মুম্বই জানিয়েছিল যে তাদের শিবিরে যোগ দিয়েছেন রোহিত।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement