অনুশীলনে উথাপ্পা ছবি টুইটার
আইপিএলের আগে ব্যক্তিগত লক্ষ্য স্থির করে নিলেন রবিন উথাপ্পা। চেন্নাই সুপার কিংসের ব্যাটসম্যান নিজের সামনে এমনই লক্ষ্য রেখেছেন, যা আগে কেউ কোনও দিন করতে পারেননি। আইপিএলের এক মরসুমে হাজার রান করতে চান উথাপ্পা।
এক সময় কলকাতা নাইট রাইডার্সের ব্যাটিংয়ের স্তম্ভ ছিলেন তিনি। তারপর খেলেছিলেন রাজস্থান রয়্যালসের হয়ে। এ বার তাঁকে নিলামে কিনেছে সিএসকে। এক সাক্ষাৎকারে বুধবার উথাপ্পা বলেছেন, “দলের হয়ে যত বেশি সম্ভব ম্যাচ জিততে চাই। নিজের হাতে ম্যাচ জেতাতে চাই। তবে প্রথম ক্রিকেটার হিসেবে এক আইপিএলে ১০০০ রান করা আমার লক্ষ্য।” প্রসঙ্গত, গত আইপিএলে রাজস্থানের হয়ে ১২ ম্যাচে মাত্র ১৯৬ রান করেছিলেন উথাপ্পা।
কর্নাটকের ক্রিকেটার জানিয়েছেন, মুম্বই ইন্ডিয়ান্সকে হারানো তাঁর লক্ষ্য হতে চলেছে। উথাপ্পার ব্যাখ্যা, “মুম্বইয়ের বিরুদ্ধে খেলার জন্যে মুখিয়ে রয়েছি। ওরা খুবই শক্তিশালী দল এবং ওদের হারালে একটা বার্তা দেওয়া যাবে।” টি-টোয়েন্টি ফরম্যাটে তাঁর ধীর গতিতে খেলা নিয়ে লোকের মনে যে প্রশ্ন রয়েছে তারও উত্তর দেওয়ার চেষ্টা করেছেন তিনি। বলেছেন, “ব্যাটিংয়ের ব্যাপারে আরও বেশি জানার চেষ্টা করছি। এই মুহূর্তে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে কোচিংয়ের কোর্সও করছি।”