IPL 2021

এক বনাম দুই, শীর্ষে থাকার লড়াইয়ে মুখোমুখি কোহলী-ধোনি

মুম্বইয়ের মাঠে কোহলী যদিও চাইবেন জিতে শীর্ষ স্থান ধরে রাখতে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৫ এপ্রিল ২০২১ ১০:০৬
Share:

কোহলীদের হারিয়ে লিগ টেবিলে শীর্ষে উঠে আসার সুযোগ রয়েছে ধোনিদের কাছে। ছবি: বিসিসিআই

লিগ টেবিলের এক এবং দুইয়ের লড়াই। প্রথম ম্যাচ হেরে প্রতিযোগিতা শুরু করলেও আপাতত সামলে নিয়েছেন মহেন্দ্র সিংহ ধোনি। পর পর ম্যাচ জিতে একটা সময় তাঁরা লিগ শীর্ষেও উঠে এসেছিলেন। অন্যদিকে এখনও অপ্রতিরোধ্য বিরাট কোহলীরা। রবিবারের ম্যাচে কোহলীদের হারিয়ে লিগ টেবিলে শীর্ষে উঠে আসার সুযোগ রয়েছে ধোনিদের কাছে।

Advertisement

দেবদত্ত পাড়িক্কলের শতরান, কোহলীর ছন্দে ফেরা রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে আরও শক্তিশালী করেছে। এবি ডি’ভিলিয়ার্স, গ্লেন ম্যাক্সওয়েলরা তো ছন্দে ছিলেনই। এ বারের প্রতিযোগিতায় আরসিবি-র বোলিং আক্রমণকেও যথেষ্ট শক্তিশালী দেখাচ্ছে। হর্ষল পটেলদের মতো বোলাররা ভরসা যোগাচ্ছেন অধিনায়ককে।

ধোনির দলে ভরসা সুরেশ রায়না, ফ্যাফ দু’প্লেসি, মইন আলিরা, তাঁদের বুড়ো হারেই ভেল্কি দেখাচ্ছেন অন্য দলগুলোকে। ২৬ বার মুখোমুখি হয়েছে দুই দল, যার মধ্যে ১৬ বার জিতেছে চেন্নাই। মুম্বইয়ের মাঠে কোহলী যদিও চাইবেন জিতে শীর্ষ স্থান ধরে রাখতে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement