বোলারদের কৃতিত্ব দিলেন রাজস্থান রয়্যালস অধিনায়ক সঞ্জু স্যামসন। ছবি: বিসিসিআই
দু ম্যাচ পর জয়ে ফিরল রাজস্থান রয়্যালস। কলকাতা নাইট রাইডার্স বিরুদ্ধে ৬ উইকেটে জয় পেয়ে বোলারদের কৃতিত্ব দিলেন রাজস্থান রয়্যালস অধিনায়ক সঞ্জু স্যামসন। ক্রিস মরিস একাই ৪ উইকেট নিয়েছেন। তিনি তো আছেনই। সঞ্জু বাছলেন চেতন সাকারিয়াকেও।
এবারের আইপিএল-এ আগাগোড়াই তিনি বোলারদের নিয়ে খুশি। বলেন, ‘‘গত চার-পাঁচটা ম্যাচে বোলাররা ভাল বল করেছে। সেটা তরুণরাই হোক, বা অভিজ্ঞ বোলাররা। ফলে ঘুরিয়ে-ফিরিয়ে বোলারদের ব্যবহার করার একটা সুযোগ রয়েছে আমার কাছে। ওদের নেতৃত্ব দিতে পারাটা আমি দারুণ উপভোগ করছি।’’
ম্যাচের সেরা ক্রিস মরিসকে নিয়েও উচ্ছ্বসিত স্যামসন। তিনি বলেন, ‘‘ওর চোখের দিকে তাকালেই বোঝা যাবে লড়াই কতটা উপভোগ করে। সবসময় বিপক্ষের বড় ব্যাটসম্যানদের আউট করার জন্য ছটফট করতে থাকে।’’
প্রায় প্রতি ম্যাচেই শুরুতে ভাল বল করছেন সাকারিয়া। তাঁকে দলে পেয়ে রয়্যালসের কতটা সুবিধে হচ্ছে, সঞ্জুর কথাতেই পরিষ্কার। বলেন, ‘‘ও একেবারে অন্য ধাঁচের মানুষ। সারাক্ষণ হাসি-খুশি। ঠাণ্ডা মাথার ছেলে। মাঠের ভেতরে, বাইরে একই মানুষ। আশা করি ভবিষ্যতে আরও ম্যাচ জেতাবে।’’
অধিনায়কত্বের পাশাপাশি নিজের ব্যাটিংও উপভোগ করছেন বলে জানিয়ে দেন রয়্যালস অধিনায়ক। তবে নাইটদের বিরুদ্ধে তাঁকে পরিচিত আক্রমণাত্মক মেজাজে দেখা যায়নি। তা নিয়ে সঞ্জু বলেন, ‘‘আমি আমার ব্যাটিং উপভোগ করছি। পরিস্থিতি অনুযায়ী ব্যাটিং করছি। আর দলকে ম্যাচ জেতানোর চেষ্টা করছি। আজ পরিস্থিতি যা ছিল, তাতে ওই ভাবেই খেলতে হত। গত কয়েকটা বছরে এটাই শিখেছি। ঝড়ের বেগে একটা পঞ্চাশ রানের ইনিংস খেললাম, আর দল হেরে গেল- সেটার তো কেনও মানে হয় না।’’