১৮ জুন থেকে উইলিয়ামসনের দলের বিরুদ্ধে ফাইনাল খেলার কথা কোহলীর ভারতের । ফাইল চিত্র
করোনার জন্য আইপিএল মাঝপথে থেমে যেতেই এখন সবার নজর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দিকে। গত বছর বিশ্ব জুড়ে কোভিড থাবা বসানোর আগে কেন উইলিয়ামসনের নিউজিল্যান্ড নিজেদের দেশে ভারতকে টেস্ট সিরিজে হারিয়েছিল। স্বভাবতই বিরাট কোহলীর দল এই ফাইনাল জিততে মরিয়া হয়ে থাকবেন। কিন্তু সেই ফাইনাল খেলতে নামার আগে ভারতীয় দলের সমস্যা খুঁজে বের করলেন কলিন ডে গ্র্যান্ডহম। এই অলরাউন্ডারের দাবি ভারতের চূড়ান্ত একাদশ বেছে নেওয়া বিরাট কোহলীর পক্ষে বেশ কঠিন কাজ। কারণ টিম ইন্ডিয়ায় তারকার সমারোহ রয়েছে।
আইসিসি-কে গ্র্যান্ডহম বলেন, “ভারতীয় দলে একাধিক ম্যাচ জেতানো খেলোয়াড় আছে। জোরে বোলিং কিংবা স্পিন বিভাগে একাধিক তারকা ক্রিকেটার রয়েছে। তাই আমার মতে ওদের চূড়ান্ত একাদশ বেছে নেওয়া বেশ কঠিন কাজ।”
করোনা অতিমারি ইংল্যান্ডে থাবা না বসালে সাউদাম্পটনে আগামী ১৮ জুন থেকে উইলিয়ামসনের দলের বিরুদ্ধে ফাইনাল খেলতে নামবে বিরাটের দল।