IPL

ভারতে ফিরছে আইপিএল, কলকাতা-সহ ৬ কেন্দ্রে হতে পারে ৯ এপ্রিল থেকে ৩০ মে

জৈব সুরক্ষা বলয়ে ৫২ দিন ধরে মোট ৬০টি খেলা হবে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ০৬ মার্চ ২০২১ ১৭:৩৮
Share:

প্রতীকী চিত্র

এই বছরের আইপিএল শুরু হচ্ছে ৯ এপ্রিল। ফাইনাল ৩০ মে। একটি সর্বভারতীয় টেলিভিশন চ্যানেলের খবর সেরকমই। ভারতে মোট ৬টি কেন্দ্রে আইপিএল হবে। এই চ্যানেলের খবর অনুযায়ী খেলা হবে কলকাতা, মুম্বই, নয়াদিল্লি, বেঙ্গালুরু, চেন্নাই ও আমদাবাদে। জৈব সুরক্ষা বলয়ে ৫২ দিন ধরে মোট ৬০টি খেলা হবে।

Advertisement

গতবারের আইপিএল কোভিডের জন্য দেশ থেকে সরিয়ে সংযুক্ত আরব আমিরশাহিতে নিয়ে যাওয়া হয়েছিল।

কিন্তু এবার শুরু থেকেই সৌরভ গঙ্গোপাধ্যায়ের ভারতীয় ক্রিকেট বোর্ড আইপিএল ভারতে করার ব্যাপারে বদ্ধপরিকর ছিল। সম্ভবত সেটাই হতে চলেছে। জৈব সুরক্ষা বলয় তৈরি করে কোথায় কোথায় এত বড় প্রতিযোগিতা আয়োজন করা সম্ভব, সে ব্যাপারে অনেক চিন্তাভাবনা করেছে বিসিসিআই। শেষ পর্যন্ত তারা ৬টি শহর বেছে নিয়েছে।

Advertisement

ভারতের ঘরোয়া একদিনের ক্রিকেট প্রতিযোগিতা বিজয় হজারে ট্রফি এখন চলছে। সেটিও ভারতীয় বোর্ড জৈব সুরক্ষা বলয়ে আয়োজন করছে। সেটি হচ্ছে কলকাতা, বেঙ্গালুরু, সুরাত, ইনদওর, আলুর, চেন্নাই, জয়পুর, কামরেজ এবং নয়াদিল্লিতে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement