শুক্রবারের ম্যাচে সূর্যকুমার। ছবি আইপিএল
পঞ্জাব কিংস ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের তিন নম্বরে ঈশান কিশানকে দেখে অবাক হয়ে গিয়েছিলেন অনেকেই। দীর্ঘদিন ধরেই ওই জায়গায় খেলে আসছেন সূর্যকুমার যাদব। কেন ঈশানকে তিনে নামানো হয়েছিল, ম্যাচের পর তার জবাব দিলেন সূর্য নিজেই।
বলেছেন, “এটা পুরোপুরি পরিচালন কমিটির সিদ্ধান্ত। আমরা ঠিক করেছিলাম যে, কোনও বাঁ হাতি ব্যাটসম্যান আউট হলে তার জায়গায় বাঁ হাতি ব্যাটসম্যানই নামবে। ও আর আমি গত কয়েক বছর ধরে একই ভূমিকা পালন করছি। তাই আমার কোনও সমস্যা হয়নি। দু’জনে মিলে কথা বলে নিয়েছিলাম যে বাকিরা যা ঠিক করবে সেটাই আমরা মেনে চলব। সেই মতো পরিকল্পনাও করেছিলাম।”
সেই পরিকল্পনা অবশ্য কাজে লাগেনি। ১৭ বলে খেলে মাত্র ৬ রান করে ফিরে যান ঈশান। এতে দলের পরের দিকের ব্যাটসম্যানদের উপর চাপ পড়ে যায়। সূর্য চারে নেমে ২৭ বলে ৩৩ রানের ইনিংস খেলে যান। রোহিতের সঙ্গে গুরুত্বপূর্ণ ৭৯ রানের জুটিও বেঁধেছিলেন।