Sachin Tendulkar

সচিন তেন্ডুলকরের জন্মদিনে কী বার্তা দিলেন বিরাট কোহলী?

শনিবার সকাল থেকেই দেশ-বিদেশ থেকে সচিন তেন্ডুলকরের উদ্দেশে ভেসে আসছে বার্তা।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৪ এপ্রিল ২০২১ ১৮:২৫
Share:

সচিন এবং কোহলী। ফাইল ছবি

শনিবার সকাল থেকেই দেশ-বিদেশ থেকে সচিন তেন্ডুলকরের উদ্দেশে ভেসে আসছে বার্তা। শনিবারই মাস্টার ব্লাস্টার পালন করছেন তাঁর ৪৮তম জন্মদিন। প্রাক্তন থেকে বর্তমান ক্রিকেটারদের বার্তা তাই অবিরাম। সেই তালিকায় রয়েছেন বিরাট কোহলীও। আইপিএল খেলার মাঝেই সচিনকে শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন তিনি।

Advertisement

টুইটারে কোহলী লিখেছেন, ‘ক্রিকেটের অন্যতম সেরা এবং অনেকের কাছে অনুপ্রেরণা। শুভ জন্মদিন সচিন পাজি’।

উল্লেখ্য, পথ নিরাপত্তা বিশ্ব সিরিজ খেলতে গিয়ে করোনায় আক্রান্ত হয়েছিলেন সচিন। কিছুদিন পরে হাসপাতালেও ভর্তি হন। সেখান থেকে ফিরে আপাতত বাড়িতেই রয়েছেন আন্তর্জাতিক ক্রিকেটে ৩৪ হাজারের উপর রান করা এই ব্যাটসম্যান।

Advertisement

কোহলী রয়েছেন মুম্বইয়ে আরসিবি দলের সঙ্গে। আগের ম্যাচেই রাজস্থান রয়্যালসকে ১০ উইকেটে হারিয়েছেন তাঁরা। কোহলী নিজে অপরাজিত ছিলেন ৪৭ বলে ৭২ রান করে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement