IPL 2021

বিতর্ক অতীত, আইপিএল খেলার জন্যে ছটফট করছেন সুরেশ রায়না, দেখুন ভিডিয়ো

গত বার দুবাইয়ে গিয়েও আইপিএল না খেলে দেশে ফিরে আসেন রায়না।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৮ মার্চ ২০২১ ১৬:৩৬
Share:

সুরেশ রায়না। ফাইল ছবি

আইপিএলে খেলার জন্য তর সইছে না সুরেশ রায়নার। মাঠে নামার জন্য ছটফট করছেন তিনি। নেটমাধ্যমে চেন্নাই সুপার কিংসের (সিএসকে) ক্রিকেটার বুঝিয়ে দিয়েছেন, মাঠে নামতে কতটা মুখিয়ে রয়েছেন তিনি।

Advertisement

গত বার দুবাইয়ে গিয়েও আইপিএল না খেলে দেশে ফিরে আসেন রায়না। প্রথমে জানা যায় কোভিডের কারণে এই সিদ্ধান্ত নিয়েছেন। পরে জানা যায়, রায়নার কাকা খুন হওয়াতে পরিবারের পাশে দাঁড়াতেই তিনি ফিরেছেন। দলে মহেন্দ্র সিংহ ধোনির সঙ্গে মতানৈক্যের খবরও ভেসে এসেছিল। জানা গিয়েছিল, পছন্দের ঘর পাননি বলেই আইপিএলে খেলতে চাননি রায়না।

এ বার সব বিতর্ক দূরে সরিয়ে শুরু থেকেই সিএসকে-র অনুশীলনে নেমে পড়েছেন রায়না। বুধবার তাঁর অনুশীলনের একটি ভিডিয়ো প্রকাশ করেছে সিএসকে। ভিডিয়োয় দেখা যাচ্ছে, নিজের পুরনো ছন্দেই রয়েছেন এই ব্যাটসম্যান। একের পর এক শট মারতে দেখা গিয়েছে তাঁকে। ভিডিয়োয় রায়নার মন্তব্য, “প্রচণ্ড উত্তেজিত। নিজেদের ডেরায় ফেরার অপেক্ষা করছি।”

Advertisement

আইপিএলে এ বার কোনও দলই ঘরের মাঠে খেলার সুযোগ পাবে না। ফলে চেন্নাইবাসীর সুযোগ নেই চোখের সামনে ‘চিন্নাথালা’কে দেখার।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement